দেশ

মাওদমনে ফের সাফল্য, তেলেঙ্গানায় নিকেশ ৭ মাওবাদী

Another success in Maoist control, 7 Maoists killed in Telangana

Truth Of Bengal: মাওবাদকে দেশ থেকে মুছে ফেলতে উদ্যোগী কেন্দ্র। সম্প্রতি এই বিষয়ে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, “ আমি বিশ্বাস করি লড়াই এখন শেষের পথে।” ২০২৬ সাল, এই সময়সীমার মধ্যেই দেশ থেকে মাওবাদীদের সরিয়ে ফেলতে হবে।

দেশকে মাওবাদীমুক্ত করার লক্ষমাত্রা নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই লক্ষ পূরণ করতে আরও কিছুটা এগিয়ে গেল দেশ। পুলিশি অভিযানে তেলেঙ্গানার মুলুগুতে অন্ততপক্ষে ৭ জন মাওবাদীর মৃত্যু হয়েছে বলেই জানা যাচ্ছে। মৃতদের মধ্যে একজন মাওনেতা। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র।

সূত্রের খবর, রবিবার সকালে তেলেঙ্গানার মুলুগু জেলার অরণ্যে অভিযান চালায় পুলিশ ও নকশাল বিরোধী বিশেষ বাহিনী। তারপরই শুরু হয় গুলিছোড়াছুড়ি। সেই গোলাগুলিতেই ৭ মাওবাদী নিকেশ হয়। সিনিয়র পুলিশ আধিকারিক জানান, ঘটনাস্থল থেকে একে-৪৭ উদ্ধার করা হয়।

গত মাসে ছত্তিশগড়ের সুকমায় নিরাপত্তাবাহিনীর অভিযানে ১০ জন মাওবাদীর মৃত্যু হয়েছিল। এবার তেলেঙ্গানায় মাওবাদী মৃত্যুর সংখ্যা ৭। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কথায়, মাওবাদীদের সঙ্গে মোকাবিলা করতে ইতিমধ্যেই নানা পরিকল্পনা শুরু করেছে কেন্দ্রীয় সরকার।

Related Articles