
The Truth of Bengal: বুধবারই জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারে শহিদ হয়েছেন তিন সেনা আধিকারিক। এক্সপ্লাটফর্মে তাঁদের প্রতি শোকজ্ঞাপণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি শহিদদের পরিবার পরিজনদের প্রতি সমবেদনাও প্রকাশ করেছেন তিনি।
গত কয়েক দিন ধরেই জম্মু ও কাশ্মীরের বেশ কিছু এলাকায় জঙ্গিদের তৎপরতা বাড়ছিল। সেই মতো, প্রত্যন্ত অঞ্চলে সেনা অভিযানও চালানো হয়। এবং গত কয়েকদিনের এনকাউন্টারে কয়েকজন জঙ্গির মৃত্যু হয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, বুধবার রাষ্ট্রীয় রাইফেল্স ইউনিটের দুই সেনা আধিকারিকের কাছে খবর আসে, অনন্তনাগের জঙ্গলের কিছু জঙ্গি লুকিয়ে রয়েছে। সেইমতো, জঙ্গলের মধ্যে সেনা অভিযান চালানো হয়। সেই টিমে নেতৃত্ব দিচ্ছিলেন ভারতীয় সেনার কর্নেল মনপ্রীত সিং, মেজর আশিস ধনচাক। এবং ছিলেন কাশ্মীর পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট হুমায়ুন মুজামিল ভাট। কিন্তু জঙ্গিদের গুলিতে তিনজনেই শহিদ হন।
এই দুঃসংবাদ মিলতেই ঘটনাস্থলে পৌঁছন সেনা আধিকারিক লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই ও জম্মু কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং। তিনজনেরই দেহ উদ্ধার করা হয়। খবর পাঠানো হয়, তিন শহিদ আধিকারিকের বাড়িতে, খবর পেয়েই শোকস্তব্ধ হয়ে পড়েন পরিবারের সদস্যরা। মেজর আশিস ধনচাক হরিয়ানার পানিপথের বাসিন্দা। আগামী মাসেই বাড়ি ফেরার কথা ছিল। এদিকে, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট হুমায়ুন মুজামিল ভাট সদ্যই বাবা হয়েছেন। মেয়েকে একবারও নিজের চোখে দেখার সুযোগ পাননি তিনি।
I am deeply saddened by the loss of our courageous heroes in the Anantnag, Jammu and Kashmir encounter.
My heart goes out to their families and loved ones. May the souls of our bravehearts rest in peace.
Their dedication to protecting our nation will never be forgotten.
— Mamata Banerjee (@MamataOfficial) September 13, 2023
মুখ্যমন্ত্রী এক্স প্লাটফর্মে লিখেছেন, “জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ এনকাউন্টারে আমাদের সাহসী বীরদের প্রাণহানিতে গভীরভাবে শোকাহত। শহিদদের পরিবার এবং প্রিয়জনের প্রতি রইল আমার সমবেদনা। আমাদের সাহসীদের আত্মা শান্তিতে থাকুক। দেশকে রক্ষা করার জন্য তাদের এই আত্মবলিদান কখনই ভোলা যাবে না।”