দেশ

মোক্ষলাভের আশায় দুই শিশুকে নরবলি দেওয়ার অভিযোগ, তোলপাড় উত্তরপ্রদেশ

Allegation of humanizing two children in the hope of redemption, Uttar Pradesh

Truth Of Bengal: Saif Khan: কালীপুজোর রাতে নরবলি দেওয়ার একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের সাহারানপুরের দেওবন্দ এলাকায়। অমাবস্যার আঁধারে তন্ত্রসাধনায় সাফল্যের উদ্দেশ্যে দুই ভাইবোনকে বলি দেওয়ার অভিযোগ উঠেছে তান্ত্রিকের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করেছে।

পুলিশ সুপার (গ্রামীণ) সাগর জৈন জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামের বাইরে একটি মন্দিরে পুজো দেখতে গিয়েছিল দেব (১১ বছর) ও তার দুটো বোন মাহি (৯ বছর)। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়ে তাদের পরিবার। দুশ্চিন্তায় পুলিশের দ্বারস্থ হয় তারা।

পুলিশ ও পরিবারের সদস্যরা মিলে ওটা গ্রাম ও আশেপাশের এলাকায় তল্লাশি চালিয়েও দুজনের হদিশ পায়নি। এরপর হঠাৎই গ্রামের এক যুবকের বাড়ির পাশে রাস্তার উপর পড়ে থাকা দেবের দেহ উদ্ধার হয়। তার কিছুটা দূরেই একটি গর্ত থেকে উদ্ধার করা হয় মহির দেহও। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও ফরেনসিক টিম। দুজনের দেহেই গভীর আঘাতের চিহ্ন ছিল, তাদের মস্তিষ্ক থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে জানা গেছে।

যদিও পুলিশের একাংশের মতে, কোন গাড়ির সাথে ধাক্কা লেগেও এই দুই ভাই বোনের মৃত্যু হতে পারে। কিন্তু সেই দাবি মানতে নারাজ মৃত শিশুদের পরিজনরা। তাদের পরিবারের অভিযোগ, স্থানীয় শ্মশানের তান্ত্রিকরাই এই হত্যাকান্ড ঘটিয়েছে। নরবলির উদ্দেশ্যে তারাই মন্দিরে যাওয়ার পথে দুই ভাই বোনকে হত্যা করেছে। অভিযুক্তদের শাস্তির দাবিতে গ্রামবাসীরা শিশুদের মরদহ নিয়ে দেওবন্দ-নানোটি সড়ক অবরোধ করেন। পুলিশ তদন্তের আশ্বাস দিলে পরে অবরোধ তোলে ক্ষুব্ধ জনতা।

এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই শিউরে উঠেছে দেশের মানুষ। যদিও উত্তরপ্রদেশে বিজেপি সরকারের তরফে এই ঘটনা প্রসঙ্গে এখনো কোন মন্তব্য করা হয়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে, ফরেনসিক পরীক্ষার পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ।

প্রসঙ্গত, মনোকামনা পূরণের আশায় ছোট ছোট ছেলে মেয়েদের বলি দেওয়ার ঘটনা দেশের বিভিন্ন প্রান্তে এর আগেও ঘটেছে। বিশেষ করে কালীপুজো বা দীপাবলীর রাতে অনেক গ্রামীণ এলাকার কালী মন্দিরে নরবলি দেওয়ার প্রাচীন প্রথা এখনো বহাল রয়েছে বলে মনে করা হয়।

Related Articles