দেশ

Air India Server: দেশজুড়ে বিপর্যয়! এয়ার ইন্ডিয়ার সার্ভার বিকল, বিমানবন্দরে হুলস্থূল

জানা গিয়েছে, বুধবার বেলা তিনটের পর আচমকাই এয়ার ইন্ডিয়ার সিস্টেমে বোর্ডিং সংক্রান্ত সমস্যা শুরু হয়।

Truth of Bengal: বুধবার বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার সার্ভার বিকল হয়ে যাওয়ায় দেশজুড়ে চরম ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। এই প্রযুক্তিগত সমস্যার কারণে বিমানবন্দরগুলিতে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়, যার ফলস্বরূপ চেক-ইন এবং উড়ানে বিলম্ব ঘটে। জানা গিয়েছে, বুধবার বেলা তিনটের পর আচমকাই এয়ার ইন্ডিয়ার সিস্টেমে বোর্ডিং সংক্রান্ত সমস্যা শুরু হয়। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের (IGI) টার্মিনাল ২-এর সার্ভার প্রথমে কাজ করা বন্ধ করে দেয়।

দিল্লি বিমানবন্দরের এক কর্মী এবং একজন আধিকারিক জানিয়েছেন, এই সমস্যা শুধু রাজধানীতেই সীমাবদ্ধ ছিল না। সমগ্র দেশেই এয়ার ইন্ডিয়ার সার্ভার ক্র্যাশ করে। সফটওয়্যার ডাউন থাকার কারণে যাত্রীদের লাগেজ ওঠানো বা নামানো সম্ভব হয়নি। একইসঙ্গে বোর্ডিং প্রক্রিয়া ব্যাহত হওয়ায় নির্ধারিত সময়ে উড়ানগুলি টেক-অফ করতে পারেনি। দেশের সমস্ত বিমানবন্দরেই একই ধরনের চিত্র দেখা যায়।

সার্ভার সমস্যার কারণে বিমানবন্দরগুলিতে লম্বা লাইন এবং বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। তবে, এই পরিস্থিতির দ্রুত সমাধান করা হবে বলে বিমান সংস্থাটির পক্ষ থেকে যাত্রীদের আশ্বাস দেওয়া হয়েছে।

Related Articles