লাইনচ্যুত আগ্রা-দিল্লিগামী মালগাড়ি, ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা
Agra-Delhi bound freight train derailed, rescue workers at the spot

The Truth Of Bengal : দিন দিন ট্রেন দুর্ঘটনার কথা যেন বেড়েই চলেছে। রেল দুর্ঘটনা যেন কিছুই ছাড়ছেনা সাধারণ মানুষের। ফের এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে হরিয়ানার ফরিদাবাদ রেলস্টেশন এর কাছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল ও ছড়িয়েছে গোটা এলাকায়।
#WATCH | Faridabad, Haryana: Two coaches of a goods train loaded with coal, going from Agra to Delhi derailed near Faridabad railway station at around 9:30 am. No injuries have been reported. pic.twitter.com/uQd1ijcSnp
— ANI (@ANI) June 7, 2024
জানা যায়, শুক্রবার সকালে হরিয়ানার ফরিদাবাদ রেল স্টেশনের কাছে আগলা থেকে দিল্লি গামী কয়লা বোঝায় একটি মালগাড়ি হঠাৎ করে লাইনচ্যুত হয়। আনুমানিক সকাল সাড়ে নটা নাগাদ ওই মাল গাড়িটি লাইনচ্যুত হয়ে দুটি বগি বেলাইন হয়ে পড়ে। এর পরেই তৎক্ষণাৎ রেলের মধ্যে থাকা একজন ব্যক্তি রেলের আধিকারিকদের খবর দেয়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয় উদ্ধারকর্মীরা। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রথমে উল্টে যাওয়া মালগাড়িটিতে উদ্ধার কাজ শুরু করে। এই সম্পূর্ণ ঘটনায় ট্রেনের মধ্যে থাকা যাত্রীরা সহ রেললাইন স্থিত গোটা এলাকায়।