দেশ

মহাকুম্ভ থেকে ফেরার পথে দুর্ঘটনা! দাউ দাউ করে জ্বলে উঠল বাস

Accident on the way back from Mahakumbha! The bus burst into flames

Truth Of Bengal: মহাকুম্ভ থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে বাস। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় এক পুণ্যার্থীর। মথুরার বৃন্দাবনে মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে। বরাত জোরে প্রাণে রক্ষা পান বাসে উপস্থিত ৪৯ জন যাত্রী।

পুলিশ সূত্রে খবর পাওয়া যায়, মহাকুম্ভে পুণ্যস্নানের পর বাসটি ৫০ জন যাত্রীকে তেলেঙ্গানার উদ্দেশ্যে রওনা হয়েছিল। মাঝ রাস্তায় মথুরার বৃন্দাবনে বাসে আচমকাই আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে বাসটি। স্বাভাবিকভাবেই বাসে উপস্থিত সকল যাত্রী আতঙ্কিত হয়ে পড়েন। তৎক্ষনাৎ খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন দমকল কর্মীরা। যুদ্ধকালীন তৎপরতায় চলে আগুন নেভানোর কাজ। দীর্ঘ টালবাহানার পর অবশেষে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন দমকলকর্মীরা। বাসের মধ্যে থেকে উদ্ধার হয় একজনের অগ্নিদগ্ধ মৃতদেহ। বাসে উপস্থিত অন্যান্য যাত্রীদের তরফ থেকে জানানো হয়, বছর ৬০-এর ওই পুণ্যার্থীর নাম শীলম দ্রুপথ। তেলেঙ্গানার নির্মল জেলার পালসি গ্রামের বাসিন্দা তিনি। আগুন লাগার সময় বাসের অন্যান্য যাত্রীরা গিয়েছিলেন মন্দির দর্শন করতে। তিনি একাই ছিলেন ওই বাসে। প্রাথমিকভাবে তদন্তের পর জানা যায়, বাসের পেছনের সিটে বসে বিড়ি খাচ্ছিলেন তিনি, সেই আগুন থেকে আগুন লেগে যায় বাসে।

এই অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই মথুরার জেলাশাসক পৌঁছন ঘটনাস্থলে। সমগ্র পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। সেইসঙ্গে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে, বিড়ির আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে।

Related Articles