উত্তরাখণ্ডের পাহাড়ি রাস্তায় দুর্ঘটনা! খাদে পড়ল যাত্রীবাহী বাস, মৃত অন্তত ৩৬
Accident on a mountain road in Uttarakhand! Passenger bus falls into a ditch, at least 36 dead

Truth Of Bengal: উত্তরাখণ্ডের আলমোড়া থেকে বড় ও দুঃসংবাদ আসছে। নৈনি ডান্ডা থেকে রামনগরগামী বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। মারকুলার কাছে বাসটি খাদে পড়ে যায়। দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যুর খবর রয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় পুলিশ ও প্রশাসনের দল।
মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি টুইট করে দুর্ঘটনার কথা জানিয়েছেন। পাশাপাশি ত্রাণ ও উদ্ধার কাজে গতি আনতে নির্দেশ দেওয়া হয়েছে। আহতদের এয়ার লিফটের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ধামী। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বাসটি নৈনিদান্দার কিনাথ থেকে যাত্রী নিয়ে যাচ্ছিল। যা রামনগরের উদ্দেশ্যে রওনা হয়। সারদ ব্যান্ডের কাছে বাসটি নদীতে পড়ে গেছে। বাসটি একটি ৪২ আসনের বাস যার মধ্যে ৪০ জনেরও বেশি লোক ছিল বলে জানা গেছে।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে এখন পর্যন্ত সংখ্যা সম্পর্কে পরিস্থিতি পরিষ্কার নয়। বলা হচ্ছে, বাস থেকে পালিয়ে আসা লোকজন দুর্ঘটনার কথা অন্যদের জানায়। এরপরই দুর্ঘটনার খবর দেওয়া হয় প্রশাসনকে।