স্বাস্থ্য

তাপপ্রবাহের জন্য নির্ধারিত সময়ের আগেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার প্রবণতা বাড়ছে, চাঞ্চল্যকর তথ্য

Premature births are on the rise due to heat waves.

The Truth of Bengal : লাগাতারও প্রবল তাপপ্রবাহের জেরে  সামাজ জীবনে নেমে আসছে আরও ভয়ঙ্কর পরিণতি।তাপপ্রবাহের জন্য প্রিম্যাচিওর বেবি বা নির্ধারিত সময়ের আগেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার প্রবণতা বাড়ছে। নয়া সমীক্ষায় মিলল চাঞ্চল্যকর তথ্য।নেভাদার একটি টিম সমীক্ষা করে দেখে যে তাপপ্রবাহও অতিরিক্ত তাপের কারণেই এই জন্মের সমস্যা ভয়ঙ্করভাবে বাড়ছে বলেও তথ্যে পরিষ্কার। সমীক্ষক টিম আমেরিকার ৫০টি মেট্রোপলিটন শহরে এবিষয়ে অনুসন্ধান করে।সেজন্য তারা ৫.৩ কোটি শিশুর মধ্যে সমীক্ষা চালায়। উল্লেখ্য,পূর্ণ সময়ের মাতৃত্বের জন্য ৪০সপ্তাহ দরকার।কিন্তু অনেক সময় ৩৭সপ্তাহের আগেই  জন্ম নিয়ে নিয়েছে শিশু।

২৫ বছর সময়কালের মধ্যে ২শতাংশের কাছে সন্তান সময়ের আগেই ভূমিষ্ঠ হয়েছে। এমনকি ১ শতাংশের কাছে  প্রয়োজনীয়  সময়ের আগেই জন্ম নিয়ে নিচ্ছে। তাই সমাজ জীবনে এই জ্বলন্ত সমস্যা নিয়ে চিন্তায় চিকিত্সকরা।একইসঙ্গে তাঁদের পরামর্শ, প্রি-ম্যাচিয়োর বেবির ক্ষেত্রে সবচেয়ে বেশি  মেনে চলতে হবে   পরিচ্ছন্নতার বিষয়টি। বিশেষজ্ঞরা বলছেন, বাচ্চাকে নিয়মিত বেবি সোপ দিয়ে পরিষ্কার করতে হবে। নারকেল তেল, ময়শ্চারাইজ়িং লোশন বাচ্চাদের গায়ে লাগানো যেতে পারে। বাচ্চা যে যে জিনিস ব্যবহার করছে, সেগুলো পরিষ্কার করতে হবে নিয়মিত ব্যবধানে।তবে এই আগাম জন্ম নেওয়া শিশু-র সমস্যা মেটাতে সবার আগে বিশ্ব উষ্ণায়ণের জ্বলন্ত বিষয় নিয়ে ভাবা দরকার বলেও পরিবেশবিদদের মতোই চিকিত্করা মনে করছেন।