স্বাস্থ্য

ঠিক মত হজম হচ্ছে না, রয়েছে কিছু ঘরোয়া টোটকা, জেনে নিন

Not digesting properly, there are some home remedies, know

The Truth Of Bengal :   একটু কিছু শরীর খারাপ হলেই ছোটেন ডাক্তারের কাছে। খান কারি কারি ওষুধ। আপনি কি জানেন আপনার রান্না ঘরের মধ্যেই কত উপাদান আছে যা খেলে আপনার রোগ নিমেষেই গায়েব হয়ে যাবে। জেনে নিন এই প্রতিবেদনে।

১। মাথা ঘোরা, বমি বমি ভাব, হজমের সমস্যা সব কিছুর সমস্যা দূর হবে আদা খেলে।

২।  রোজ খালি পেটে আদা খেলে আপনার পাকস্থলীর নানা অসুখ দূর হবে।

৩। পেট ফাঁপা থেকে শুরু করে পেটের সমস্যা দূর করতে সক্ষম আদা।

৪। আদায় রয়েছে পুষ্টি ও বায়োঅ্যাক্টিভ জাতীয় উয়াপদান যা আপনার মস্তিষ্ক ও শরীরের গঠনে সহায়তা করে।

তাই টাকা দিয়ে ওষুধ না কিনে আপনি সকালে এক কুচি করে আদা খান, দেখবেন আপনার শরীরের নানা রোগ নিরাময় হবে।

 

Related Articles