স্বাস্থ্য
Trending

বর্ষায় বাড়ছে চোখের সংক্রমণ ! সংক্রমণ ঠেকাতে মেনে চলুন এই নিয়মগুলি

Monsoon is increasing eye infections! Follow these rules to prevent infection

The Truth Of Bengal: বৃষ্টি থামার কোনও লক্ষণই নেই। আর এবার আইএমডি-র তরফে গোটা দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আইএমডি-র তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে- ” দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাব বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। ”  তবে এই বর্ষার আগমনের সঙ্গে বৃদ্ধি পাবে চোখের সংক্রমণও ? হ্যাঁ, ঠিকই শুনছেন। চিকিৎসকরা জানাচ্ছেন, চোখের সংক্রমণ হিসেবে ব্যাকটেরিয়া, আর্দ্রতাজনিত কারণ বৃষ্টির ফোঁটা ইত্যাদি কারণ হিসেবে দাঁড়াতে পারে।

কনজাঙ্কটিভাইটিস:
এই রোগটি গোলাপী চোখ নামেও পরিচিত। সাধারণত ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। এটি সংক্রমিত ব্যক্তি বা দূষিত পৃষ্ঠের সংস্পর্শের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

স্টাই:

হর্ডিওলাম নামেও পরিচিত। এটি চোখের পাতায় তেল গ্র্যান্থির সংক্রমণ। এর ফলে সাধারণত চোখের পাতা ফুলে যায়।

সংক্রমণ প্রতিরোধের উপায়:

ঘন ঘন সাবান দিয়ে হাত ধুয়ে নিন আর আপনার চোখ স্পর্শ করা কমিয়ে দিন।

চোখের মেকাপ বা কন্ট্যাক্ট লেন্স শেয়ার করবেন না।

বৃষ্টি থেকে চোখ রক্ষা করতে চশমা বা সানগ্লাস ব্যবহার করুন।

প্রয়োজনে পরিষ্কার জল দিয়ে চোখটা পরিষ্কারও করে নিন।