স্বাস্থ্য

৪৮ ঘন্টায় ক্যান্সারের ভ্যাকসিন তৈরি করবে এআই, ওরাকল চেয়ারম্যানের বক্তব্যে শোরগোল

AI will create cancer vaccine in 48 hours, Oracle chairman's speech is noisy

Truth Of Bengal: ওরাকল চেয়ারম্যান ল্যারি এলিসন জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ক্যান্সার নির্ণয়, ভ্যাকসিন এবং ৪৮ ঘণ্টার মধ্যে সেই ভ্যাকসিন প্রতিটি ব্যক্তির জন্য সহজলভ্য করার সক্ষমতা রাখে। তিনি এই তথ্য হোয়াইট হাউসে একটি অনুষ্ঠানে প্রকাশ করেন, যেখানে উপস্থিত ছিলেন সফটব্যাঙ্ক সিইও মাসায়োশি সন এবং ওপেনএআই সিইও স্যাম অল্টম্যান।

ল্যারি এলিসন বলেন, “ক্যান্সার টিউমারের ছোট ছোট অংশ রক্তে ভেসে বেড়ায়। তাই রক্ত পরীক্ষার মাধ্যমে ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ সম্ভব। যদি AI ব্যবহার করা হয়, রক্ত পরীক্ষা বিশ্লেষণ করে ক্যান্সার দ্রুত শনাক্ত করা যাবে। ক্যান্সার টিউমারের জিন সিকোয়েন্স করলে, সেই ব্যক্তির জন্য একটি ব্যক্তিগতকৃত ভ্যাকসিন ডিজাইন করা সম্ভব। এই mRNA ভ্যাকসিন রোবটের সাহায্যে এবং AI ব্যবহার করে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে তৈরি করা যায়।”

তিনি আরও বলেন, “কল্পনা করুন, প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত, সেই নির্দিষ্ট ক্যান্সারের জন্য একটি ব্যক্তিগত ভ্যাকসিন তৈরি এবং মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে সেটি সহজলভ্য — এটাই AI-র ভবিষ্যতের প্রতিশ্রুতি।”

ওপেনএআই, সফটব্যাঙ্ক এবং ওরাকল যৌথভাবে একটি প্রকল্প শুরু করতে যাচ্ছে যার নাম “স্টারগেট”। এই প্রকল্পের অধীনে ডেটা সেন্টার নির্মাণ এবং যুক্তরাষ্ট্রে ১ লক্ষাধিক চাকরির সুযোগ সৃষ্টি হবে। এই কোম্পানিগুলো ও অন্যান্য বিনিয়োগকারীরা আগামী চার বছরে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে।

ল্যারি এলিসন জানান, টেক্সাসে ইতিমধ্যেই প্রথম ডেটা সেন্টার নির্মাণ শুরু হয়েছে। এই প্রকল্পের আওতায় ২০টি ডেটা সেন্টার নির্মাণ করা হবে, যার প্রতিটির আয়তন হবে ৫ লক্ষ বর্গফুট। এই ডেটা সেন্টারগুলো AI-র মাধ্যমে ইলেকট্রনিক স্বাস্থ্য রেকর্ড বিশ্লেষণ করে ডাক্তারদের রোগী দেখভালে সাহায্য করবে। এই উদ্যোগ কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে স্বাস্থ্য সেবায় বৈপ্লবিক পরিবর্তনের আশা তৈরি করেছে।

Related Articles