রান্নাঘর

আলু-বেগুন ভর্তা এখন অতীত, নতুন ভর্তার স্বাদ পেতে বাড়িতে বানিয়ে ফেলুন কালো জিরের ভর্তা

Make black cumin bharta at home

The Truth Of Bengal : বাংলাদেশের বেশ জনপ্রিয় খাবার ভর্তা বা বাটা । কথায় বলে, বাঙালরা শাক-পাতার কোনও কিছুই ফেলে না। এমনকী ইলিশের লেজেরও ভর্তা বানিয়ে খান, যা সাধারণত কেউই খেতে চায় ও না । আর ভর্তা যদি কালো জিরের হয় তাহলে তো আর কোন কথাই নেই । কালোজিরার উপকারিতা বলে শেষ করা যাবে না। কারণ , কালো জিরেতে প্রচুর পরিমাণে মিনারেলস রয়েছে। হাতের সামনে খুব কম পরিমাণ উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন আজকের রেসিপি।

উপকরণ

  • কালো জিরে- ১/২ কাপ
  • শুকনো লঙ্কা- ৬ টি
  • পেঁয়াজ সরু করে কুচনো – ১ কাপ
  • সরষের তেল- ১ টেবিল চামচ
  • নুন স্বাদ মতন

প্রণালী

খোলা শুকনো কড়াইয়ে কালো জিরে ভেজে নিতে হবে। কড়াই থেকে নামিয়ে সরিয়ে রাখতে হবে। কড়াইতে সরষের তেল গরম করে তাতে শুকনো লঙ্কা ভাজতে হবে ২ মিনিট। ভাজা শুকনো লঙ্কা আঁচ থেকে নামিয়ে সরিয়ে রাখতে হবে। এবার বাকি সরষের তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি ভালো করে সাঁতলে নিতে হবে। একটা পাত্রে কালো জিরে, শুকনো লঙ্কা ও পেঁয়াজ ভাজা, নুন আর সরষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে শিলে বাটতে হবে। শিল নোড়া না থাকলে মিক্সিতেও কাজ চলে যাবে। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

Free Access

Related Articles