রান্নাঘর

আজ মিষ্টিমুখ করুন ‘বালুশাই’ দিয়ে

Balushai Recipe

The Truth Of Bengal, রঙ্গন নিয়োগী : বালুশাই দেখলেই জিভে জল আসে। বিভিন্ন সময়ে আমরা নামিদামি দোকান থেকে বালুশাই কিনে খাই। কিন্তু আপনি কী জানেন একেবারে কোন উপকরণে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন এই মিষ্টি? কীভাবে বানাবেন জেনে নিন আপনাদের পছন্দের শেফ রঙ্গন নিয়োগীর থেকে।

উপকরণ :  

১। মাওয়া বা খোয়া ক্ষীর- ১/২ কাপ

২। জায়ফল গুঁড়ো- ২ চা চামচ

৩। ময়দা ২ কাপ

৪। ঘি- ১/২ কাপ

৫। খাবার সোডা- ১/৪ চা চামচ

৬। চিনি- ২ কাপ

প্রণালী : 

মাওয়া হাতে গুঁড়ো করে নিয়ে মোটা চালনিতে ঢালতে হবে, জায়ফল গুঁড়ো করতে হবে। অর্ধেক মাওয়াতে জায়ফল গুঁড়ো মিশিয়ে রাখতে হবে।

ময়দায় ঘি দিয়ে ময়ান দিতে হবে। খাওয়ার সোডা মেলাতে হবে, আধ কাপ জল দিয়ে ময়দা মেখে নিতে হবে।

ময়দা ও মাওয়া ১২ ভাগ করতে হবে। ময়দার ভিতরে মাওয়া পুর দিয়ে গোল করে হাতের তালুতে চ্যাপটা করে নিতে হবে। এক কাপ জলে চিনির সিরা করে, ময়লাটা ছেকে নিতে হবে। বালুসাই সাদা তেলে ভেজে চিনির সিরায় দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে থালায় তুলে নিয়ে উপর থেকে বাকি মাওয়া ছড়িয়ে পরিবেশন করতে হবে।

 

FREE ACCESS 

Related Articles