সুখ-সমৃদ্ধি ফেরাতে বাড়িতে রাখুন মানি-প্ল্যান্ট, কী নিয়মে রাখবেন জেনেনিন
Keep money plant at home to return happiness and prosperity

The Truth of Bengal,Mou Basu: অনেকেই ঘরের অন্দরসজ্জায় বিভিন্ন ইনডোর প্ল্যান্ট ঘরে রাখেন। মানি প্ল্যান্ট যেমন ঘরের অন্দরসজ্জাও বাড়ায় তেমনই বাড়িতে সুখ সমৃদ্ধি বাড়াতেও সাহায্য করবে। বাস্তুশাস্ত্র অনুযায়ী, মানি প্লান্ট বাড়িতে রাখলে ইতিবাচক শক্তি বাড়ে। সুখ-শান্তি আর সমৃদ্ধিতে ভরে ওঠে বাড়ি। অর্থের জোগান বাড়ে। স্বজনদের সঙ্গে পারস্পরিক সম্পর্কে মধুরতা বজায় থাকে।
বাড়িতে মানি প্লান্ট রাখলে যে ভুল কখনো করবেন না-
★ সঠিক জায়গায় ও সঠিক দিকে মানি প্লান্ট রাখবেন। বাড়ির উত্তরপূর্ব দিকে কখনো মানি প্লান্ট রাখবেন না। অর্থক্ষতি হবে। বাড়িতে ঝগড়াঝাটি, অশান্তি, নেতিবাচক শক্তির প্রভাব বাড়বে। দাম্পত্যজীবনে খারাপ প্রভাব পড়ে।
★ সব সময় বাড়ির দক্ষিণপূর্ব কোণে মানি প্লান্ট গাছ রাখবেন। দক্ষিণপূর্ব কোণ সুস্বাস্থ্য আর সমৃদ্ধি বোঝায়। এই দিকের দেবতা বিঘ্নহর্তা গণেশ। তাই বাড়ির দক্ষিণ পূর্ব কোণে মানি প্লান্ট রাখলে গণেশ প্রসন্ন হন বলে মনে করা হয়। সব বাধাবিঘ্ন কেটে যায়।
★ দেখবেন মানি প্লান্টের ডাল যেন মাটি না ছোঁয়ে। ডালের সঙ্গে দড়ি বেঁধে দিন উঁচু করে। বাস্তুশাস্ত্র অনুযায়ী মানি প্লান্টকে লক্ষ্মী ঠাকুরের প্রতীক বলে মনে করা হয়। মানি প্লান্টের ডালকে তাই বৃদ্ধি আর সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়।
★ মানি প্লান্ট যেন কখনো শুকিয়ে না যায় সেদিকে বিশেষ খেয়াল রাখবেন। শুকনো মানি প্লান্ট রাখলে আর্থিক সঙ্কট হতে পারে। পাতা শুকিয়ে গেলে ছেঁটে ফেলবেন।
★ বাড়ির বাইরে মানি প্লান্ট রাখবেন না। তা অশুভ। এই গাছের বেড়ে ওঠার জন্য বেশি সূর্যের আলোয় রাখা দরকার পড়ে না। তাই ঘরে রাখুন। রোদে মানি প্লান্ট রাখলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। বাস্তুশাস্ত্র অনুযায়ী, তা চূড়ান্ত অশুভ। আর্থিক সঙ্কট হতে পারে।
★ বাস্তুশাস্ত্র অনুযায়ী, অন্য কারোকে কখনো মানি প্লান্ট গাছ উপহার দেবেন না। এতে সমৃদ্ধির দেবী লক্ষ্মী রেগে যান। প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধুরা কেউ যাতে মানি প্লান্টের ডাল কেটে না নিয়ে যায় সেদিকে খেয়াল রাখুন। ব্যাড লাক নিয়ে আসবে। কারোকে মানি প্লান্ট কেটে দেবেন না। এতে মনে করা হয় আপনি আপনার সম্পদ অন্যকে দিয়ে দিচ্ছেন।
★ বাড়ির সদর দরজা উত্তর দিকে হলে উঁচু অবস্থায় টব বা ফ্লাওয়ার ভাস রেখে তাতে মানি প্লান্ট রাখবেন। চাকরিতে নতুন সুযোগ আসবে। আয় বাড়বে। আটকে থাকা কাজ হবে।
★ হৃদয়ের আকৃতির মানি প্লান্টের পাতা পারস্পরিক সম্পর্ক সুস্থ ও সুন্দর রাখে বলে মনে করা হয়।
ঘরের মধ্যে মানি প্লান্ট রাখলে কী খেয়াল রাখবেন-
★ কম্পিউটার, মোবাইল প্রভৃতি বৈদ্যুতিক গ্যাজেটস থেকে রেডিয়েশন বেরোয়। মানি প্লান্ট তা শুষে নেয়। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন শুষে নিতে টিভি বা ওয়াইফাইয়ের কাছে মানি প্লান্ট রাখুন।
★ বেডরুমে মানি প্লান্ট রাখলে পায়ের দিকে বা খাটে মাথার দিকে রাখবেন না। শোওয়ার ঘরে মানি প্লান্ট রাখলে ঘুম ভালো হবে। দুশ্চিন্তা কমবে।
★ সরাসরি সূর্যের আলোয় মানি প্লান্ট রাখবেন না। ঘরের মধ্যে এমন জায়গায় মানি প্লান্ট রাখবেন যেখানে ভালো ভাবে আলো, বাতাস চলাচল করে।
★ মাটিতে না রেখে অনেকে জলেও মানি প্লান্ট রাখেন। সেক্ষেত্রে প্রতি সপ্তাহে জল বলাবেন। বেশি জল দেবেন না।
★ নিয়মিত গাছের ডালপালা ছাঁটবেন। রাসায়নিক সার ব্যবহার করবেন না। শুকনো ডালপালা ছেঁটে পরিষ্কার করবেন।
★ ঘরে যদি না রাখতে পারেন বাইরে ছায়ায় রাখবেন মানি প্লান্ট।