
Truth Of Bengal: বয়স তাঁর ৩৬ হয়ে গিয়েছে। কিন্তু ক্রিকেট মাঠে তাঁর ফিটনেশ দেখলে বোঝাই যায় না। তিনি কি করে এই বয়সেও এতটা ফিট। তিনি আর কেউ নন, তিনি হলেন বর্তমান ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি।
এবার ৩৬-র বিরাটের ফিটনেসের আসল রহস্য ফাঁস করলেন তাঁরই সহধর্মীনী অনুষ্কা শর্মা। এই প্রসঙ্গে বিরাট পত্নী জানান, ক্রিকেটার বিরাট তাঁর নিজের শরীর ও ফিটনেস সম্বন্ধে খুবই যত্নবান। প্রতিদিন সকালে ও ঘুম থেকে উঠে সবার আগে কার্ডিও করে। তারপর আমার সঙ্গে মেতে ওঠে ক্রিকেট খেলতে। কোনওরকম ভাজাভাজি খাবার বিরাট একদমই খায় না। এমনকি কোনও মিষ্টিজাতীয় পানীয়ও নয়। এটা শুধু একটা বা দুটো বছর ধরে নয়, বিগত ১০টা বছর ধরে বিরাট এইভাবেই নিজেকে মানিয়ে নিয়েছে।
অনুষ্কা আরও বলেন, বিরাট শুধু ও ঘুমের ব্যাপারে প্রচন্ড যত্নবান। মাঠে নিজের সেরাটা দেওয়ার জন্য পর্যাপ্ত ঘুমের দরকার হয়। সেইজন্য ঘুমের ব্যাপারে ও কারোর সঙ্গে কম্প্রোমাইজ করতে চায় না।
ক্রিকেটের প্রতি বিরাটের এই আত্মত্যাগ শুধু বিরাটের নয়, ভবিষ্যতের ক্রিকেটারদের কাছেও আরও বড় হওয়ার জ্বলন্ত উদাহরণ বলেও মন্তব্য করেন অনুষ্কা।