বিনোদন
Trending

Virushka: সন্তানের গোপনীয়তা রক্ষার জন্য পাপারাজ্জিদের ধন্যবাদ জানিয়ে উপহার পাঠালেন বিরুষ্কা

Virushka: Virat And Anushka Send Gifts To All Paparazzi For Protecting Their Child's Privacy

The Truth Of Bengal: চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় সন্তান আকায়’কে স্বাগত জানিয়েছেন বিরুষ্কা। লন্ডনে আকায় হওয়ার পর থেকেই বেশ কিছুদিন ক্যামেরার আড়ালেই ছিলেন অভিনেত্রী। এরপর আইপিএল’এর ম্যাচ গুলির শেষের দিকে অনুষ্কাকে ব্যাঙ্গালুরুর ম্যাচে উপস্থিত থাকতে দেখা যায়। এর আগে সন্তানদের গোপনীয়তা রক্ষার জন্য বিরাট এবং অনুষ্কা পাপারাজ্জিদের রিকোয়েস্ট জানিয়েছিলেন। কোনও ছবি যাতে গণমাধ্যমে না ছড়িয়ে পড়ে সেই জন্য শাটারবাগ’দের অনুগ্রহ করেছিলেন তাঁরা। এবং পরবর্তীকালে পাপারাজ্জিদের বিরুষ্কা’র এহেন রিকোয়েস্ট’কে সম্মান জানিয়ে তাঁরা কেউ কোনও ছবি প্রকাশ্যে আনেন নি। তাই এইদিন পাপারাজ্জিদের এহেন আচরণে খুশি হয়ে উপহার পাঠালেন লভ বার্ডস।

বৃহস্পতিবার বেলা গড়াতেই বিরাটকে মুম্বাই বিমানবন্দরে দেখা যায়। তখনই এক পাপারাজ্জি কোহিলি’কে ধন্যবাদ জানান, তাঁদের উপহার দেওয়ার জন্য। তখনই বিরাট জানিয়েছিলেন যে, “ম্যাম দিয়েছেন ভাই, আমি দিই নি।”

বলাইবাহুল্য এভাবে আবারও একবার অনুরাগীদের মন জয় করলেন বিরুষ্কা। তাঁরা দুজনে সম্প্রতি মুম্বাইয়ের এক রেস্তোরাঁ’তেও অনুরাগীদের সঙ্গে সময় কাটিয়ে ছিলেন। যার ছবি প্রকাশ্যে আসতেই অন্যান্য অনুরাগীরা কিছুটা হিংসা বোধ করেছিলেনও বটে। তবে ভামিকা এবং আকায়’কে নিয়ে তাঁরা যে ভীষণ পসেসিভ এবং কতটা আদরের তা বারবার বাবা বিরাট এবং মা অনুষ্কার ব্যবহারে বোঝা গিয়েছিল। তবে এবার তাদের এহেন রূপ, পাপারাজ্জিদের কাছেই শুধু নয় ভালোবাসা পেয়েছেন অনুরাগীদের কাছেও।

Related Articles