শুটিং সেটে গুরুতর অসুস্থ উর্বশী রাউতেলা, কেমন আছেন অভিনেত্রী?
Urvashi Rautela is seriously ill on the shooting set, how is the actress?

The Truth Of Bengal : নিজের ফ্যাশন এবং বিলাসবহুল জীবনযাত্রার কারণে বরাবরই চর্চায় থাকেন উর্বশী রাউতেলা। তাঁর কোন ছবি বক্স অফিসে হিট না করলেও বিন্দুমাত্র কোন আক্ষেপ মেলেনা তার দৈনন্দিন জীবনে। কিন্তু এবার আর তাঁর ফ্যাশনের জন্য নয় এবার তিনি খবরের শিরোনামে এলেন সম্পূর্ণ অন্য কারনের জন্য। কী সেই কারন? কানাঘুষো শোনা যাচ্ছে নন্দমুরি বালাকৃষ্ণের তেলুগু ছবি এনবিকে ১০৯ এর শ্যুটিং চলাকালীন নাকি শ্যুটিং ফ্লোরেই গুরুতর আহত হয়েছেন বিশিষ্ট অভিনেত্রী উর্বশী রাউতেলা।
জানা যায়, আঘাত পাওয়ার পরই তাঁকে তড়িঘড়ি হায়দরাবাদের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন কেমন আছেন তিনি? কানাঘুষো শোনা যাচ্ছে, অভিনেত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই নাকি জানা যায় হাড় ভেঙে গিয়েছে তাঁর। তবে এবিষয়ে অভিনেত্রীর তরফে এখনও কোনরকম বিবৃতি দেওয়া হয়নি। আপাতত, হায়দ্রাবাদের একটি স্বনামধন্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সারাক্ষণ সেরা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। উর্বশীর আহত হওয়া খবর পেয়েই উদ্বেগে তাঁর অনুরাগীরা।
প্রসঙ্গত, ২০২৩ সালের নভেম্বর মাসে এনবিকে ১০৯ ছবির শুটিং শুরু হয়। চলতি বছরে অক্টোবর মাসে সিনেমা হলে ছবির মুক্তি পাওয়ার কথা। এই ছবিটিতে উর্বশীর সঙ্গে দুলকর সলমন সহ প্রকাশ রাজকে মুখ্য ভূমিকায় দেখা যাবে। ববি কোলি এই ছবিটির পরিচালনা করছেন। তবে অভিনেত্রীর বিষয়ে এখনও পর্যন্ত আর তেমন আপডেট পাওয়া যায়নি।