Urfi Javed: “মুম্বই আর নিরাপদ নয়!” চরম হেনস্থার শিকার উরফি ও তাঁর বোন!
সোমবার ভোরের আলো ফোটার আগেই আতঙ্কে আর উৎকণ্ঠা নিয়ে বোন ডলি জাভেদকে সঙ্গে করে থানার দ্বারস্থ হয়েছেন উরফি।
Truth of Bengal: মুম্বইয়ের রাস্তায় গভীর রাতে ঠিক কী ঘটেছিল উরফি জাভেদের সঙ্গে? জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের সাম্প্রতিক একটি পোস্ট ঘিরে এখন তুঙ্গে জল্পনা। জানা গেছে, সোমবার ভোরের আলো ফোটার আগেই আতঙ্কে আর উৎকণ্ঠা নিয়ে বোন ডলি জাভেদকে সঙ্গে করে থানার দ্বারস্থ হয়েছেন উরফি। নিজের জীবনের এই সময়টুকুকে সবথেকে ভয়ানক অভিজ্ঞতা বলে বর্ণনা করেছেন তিনি।
সোমবার ভোরে মুম্বইয়ের দাদাভাই নওরোজি থানা থেকে একটি ছবি শেয়ার করেন উরফি। ছবিতে তাঁর চোখেমুখে স্পষ্ট উদ্বেগের ছাপ দেখা গেছে। উরফি লিখেছেন, ঘড়িতে যখন ভোর পাঁচটা বাজে তখন তিনি থানায় বসে রয়েছেন। গত এক সপ্তাহ ধরে চলা কোনো এক অনভিপ্রেত ঘটনার রেশ ধরেই যে এই পদক্ষেপ, তা তাঁর বোনের পোস্ট থেকে স্পষ্ট হয়েছে। ডলি জাভেদ সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দিয়ে জানিয়েছেন, মুম্বই শহরকে তিনি নিরাপদ বলে জানতেন, কিন্তু গত এক সপ্তাহে দুবার তিক্ত অভিজ্ঞতার শিকার হওয়ার পর এখন নিজেকে চরম অসুরক্ষিত মনে করছেন তিনি।

তবে ঠিক কী কারণে তাঁদের থানায় ছুটতে হল, তা নিয়ে এখনও রহস্য বজায় রেখেছেন দুই বোন। শ্লীলতাহানি, হেনস্তা না কি অন্য কোনো গুরুতর হুমকির মুখে পড়েছেন তাঁরা, তা নিয়ে উরফি সরাসরি কিছু জানাননি। ঘটনার বিস্তারিত বিবরণ না দিলেও তাঁর এই পোস্টের পর অনুরাগীদের মধ্যে ব্যাপক উদ্বেগ ছড়িয়েছে। অন্যদিকে, বরাবরের মতো এই ঘটনাতেও নেটিজেনদের একাংশ উরফির ফ্যাশন এবং পোশাককে দায়ী করে বিতর্কিত মন্তব্য করেছেন।
উল্লেখ্য, পোশাকের পরীক্ষা-নিরীক্ষা আর খোলামেলা স্টাইলের কারণে উরফি জাভেদ বরাবরই আলোচনার কেন্দ্রে থাকেন। কখনও রাজনৈতিক ব্যক্তিত্বের তোপ, আবার কখনও আইনি জটিলতা— বিতর্কের সঙ্গে তাঁর নাম জড়িয়ে যায় বারবার। সম্প্রতি একটি রিয়্যালিটি শো জেতার পর তাঁর জনপ্রিয়তা আরও বেড়েছিল। কিন্তু ব্যক্তিগত জীবনে এমন কী ঘটল যা তাঁকে রাতভর ঘুমাতে দেয়নি এবং ভোরবেলা পুলিশের কাছে যেতে বাধ্য করল, তা নিয়ে ধন্দ কাটছে না।






