মৃণাল সেনের জন্মশতবর্ষ পালন, সিনেমা ও ছবিতে শ্রদ্ধার্ঘ্য
Mrinal Sen's birth centenary celebrations

The Truth of Bengal: ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে সেন্টিনারি ট্রিবিউট দেওয়া হল প্রয়াত পরিচালক মৃণাল সেনকে। মৃণাল সেনের উপর ৭টি সিনেমার প্রদর্শন ছাড়াও নন্দন ফয়ারে মৃণাল সেনের উপর একটি বিশেষ চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হয়েছে। যেখানে রয়েছে মৃণাল সেনের উপর বিভিন্ন ফটোগ্রাফ থেকে শুরু করে একাধিক তথ্য।
যা দেখতে প্রতিদিনই ভিড় জমিয়েছে শহরবাসী।শুধু আমজনতাই নয়, ফিল্মের পরিচালক থেকে প্রযোজক বা টলিউডের সেলেব মহলও ছবি দেখার ফাঁকে একবার করে ঘুরে যাচ্ছেন এই প্রদর্শনীশালায়। তারা সবাই উত্সব কমিটির এই উদ্যোগকে সাধুবাদ জানালেনসারাজীবন আন্তর্জাতিক চলচ্চিত্র বা ফিল্মি ভাষা নিয়ে পরীক্ষা নীরিক্ষা করেছেন পরিচালক মৃণাল সেন।
আর তাতে বড় ভূমিকা নিয়েছিল তাঁর প্রিয় শহর কলকাতা। মৃণাল সেনের বিভিন্ন ছবিতে বারবার উঠে এসেছে শহর কলকাতার নানান রূপ। তাই তাঁর জন্মশতবর্ষে তাঁকে সিনেমায় ও ছবিতে কুর্নিশ জানালো এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব।