বিনোদন

আরাধ্যার জন্মদিনে হল না গ্র্যান্ড সেলিব্রেশন, এল না কোনও শুভেচ্ছা বার্তাও

There was no grand celebration on Aaradhya's birthday, nor did she receive any greetings

Truth of Bengal: প্রতিদিনই কম-বেশি বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিনেতা অভিষেক বচ্চনের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েই চলেছে। তাঁদের বিবাহবিচ্ছেদ নিয়েও হয়েছে একাধিক আলোচনা। ঐশ্বর্যর জন্মদিনে অভিষেকের শুভেচ্ছা না এসে পৌছনোয় আরও জোড় আলোচনা হয়েছে। শুধু তাই নয়, মেয়ে আরাধ্যার জন্মদিনেও অভিষেকের তরফে কোনও শুভেচ্ছা বার্তা এসে পৌঁছয়নি। আর তারপরেই প্রশ্ন উঠেছে যে স্ত্রীয়ের সঙ্গে সমস্যার কারণে মেয়েকেও কি ভুলতে বসেছে বাবা অভিষেক।

এই নিয়েই চলেছে একাধিক আলোচনা। তবে অপরদিকে মা ঐশ্বর্যকেও কোনও বিশেষ পোস্ট করতে দেখা যায়নি মেয়ের জন্মদিনে। আদৌ কি মেয়ের জন্মদিন পালন করা হয়েছে, সেই বিষয়ে কিছু স্পষ্ট  হয়নি। তবে প্রকাশ্যে আসতে দেখা গেল, আরাধ্যার জন্মদিনের গোপন একটি ছবি। ১৬ নভেম্বর ১৩ বছরে পা রাখল আরাধ্যা। অনেকেই ভেবেছিলেন যে বচ্চন বাড়ির অন্দরে আরাধ্যার জন্মদিন গ্র্যান্ড সেলিব্রেশন হবে।

তবে তার পরিবর্তে যে ছবি প্রকাশ্যে এল তাতে স্পষ্ট যে জন্মদিনের দিনে মা-মেয়েই একে অপরের জন্য ছিলেন। ছবিতে দেখা গেছে গ্লিটারি ড্রেসে বেশ সুন্দর দেখাচ্ছে আরাধ্যাকে।সাজগোজ দেখলে বোঝা যাবে, তিনি  অনেকটাই বড় হয়ে গেছে। মেয়েকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গেল বিশ্বসুন্দরীকে। যে ছবিটার জন্য দীর্ঘ অপেক্ষাতেই রয়ে ছিলেন অনেকেই। তবে জন্মদিনে বচ্চন পরিবারের অনুপস্থিতি চোখ এড়ায়নি কারও। যা নিয়ে শুরু হয়েছে জোড় সমালোচনা।