প্ল্যানচেট করে নির্যাতাতির ‘আত্মা’কে প্রকাশ্যে এনে বিতর্কে জড়ালেন ইউটিউবার
The YouTuber got involved in the controversy by bringing the victim's "soul" to the public on Planchat

Truth Of Bengal: অগস্ট পেরিয়ে সেপ্টেম্বর। কেটে গেছে ২৪ দিন তবু আর জি কর ঘটনার রফাসুত্র এখনও বের হল না। ৯ অগস্ট ভোর রাতে কী হয়েছিল হাসপাতালের সেমিনার রুমে ঠিক কী ঘটেছিল? কে বা কারা নৃশংসভাবে ধর্ষণ ও খুন করলো ৩১ বছরের তরুণীকে? সেই উত্তর পেতে যখন মরিয়া সিবিআই। ৫ সেপ্টেম্বর এই মামলার শুনানি রয়েছে। সকলেই তাকিয়ে রয়েছে সুপ্রিম শুনানির দিকে। এই ঘটনা নিয়ে যখন চারিদিকে নিন্দার ঝড় উঠছে। যে যার মতো রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছে। আবার অপরদিকে কিছু মানুষ যারা এই ঘটনা নিয়ে হাসি ঠাট্টা করে যাচ্ছে। যাদের একমাত্র লক্ষ্য সোশ্যাল মিডিয়া ভিউজ এবং সেখান থেকে অর্থ উপার্জন। ঠিক এই আবহেই বেশকিছু ইউটিউব চ্যানেলে নির্যাতাতির ‘আত্মা’কে সামনে এনে তাঁর সাক্ষাৎকার নেওয়া সংক্রান্ত ভুয়ো ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। যেই ভিডিয়োতে দাবি করা হচ্ছে, ইউটিউবার প্ল্যানচেট করে নির্যাতিতার আত্মাকে ডাকছেন। আমরা এইরকম ঘটনা বইয়ের পাতায়, হরর-সিনেমায় দেখেছি। কিন্তু তা বলে বাস্তবে?
এমন বিষয়কে কি আদেও সাথ দেওয়া যায়। তবে হ্যা, এই ভিডিও লক্ষ্য লক্ষ্য মানুষ দেখে ফেলেছেন। আর সাথে সাথেই বিতর্কে জড়িয়ে পড়েছে ইউটিউবার। তাঁর দাবি, ৯ই অগস্ট রাতে আরজি করে ঠিক কী ঘটেছিল তা নাকি জানিয়েছে ওই নির্যাতিতার আত্মা। ওই হাসপাতালেই ঘুরে বেড়াচ্ছে সেই আত্মা, এই ভিডিয়ো বিজ্ঞানমনস্কদের চোখে ‘বুজরুকি’ বাদে আর কিছুই নয়।ইতিমধ্যেই ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী মঞ্চ এই ধরণের ভিডিয়োর বিরুদ্ধে ক্রমাগত সুর চড়িয়ে গেছেন। যারা প্ল্যানচেট করে প্রেতাত্মার সঙ্গে বৈঠকের দাবি জানাচ্ছেন, তাদের উদ্দেশ্য ৫০ লাখের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিজ্ঞান ও যুক্তবাদী মঞ্চ।