বিনোদন

রুপোলি পর্দায় আবারও জীবন্ত সুশান্ত সিং, মৃত্যুর ৪ বছর পর পর্দায় ফিরছেন সুশান্ত

Sushant Singh is alive again on the silver screen

The Truth of Bengal : বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। খুব অল্প সময়েই নিজেকে সিনেমা পাড়ায় প্রতিষ্ঠিত করেছিলেন তিনি। তবে সেই জনপ্রিয়তা বেশিদিন দীর্ঘস্থায়ী হয়নি তার। সবাইকে কাঁদিয়ে পাড়ি জমান না ফেরার দেশে। ২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল সুশান্তের দেহ। চার বছরের বেশি সময় পেরিয়ে গিয়েছে সুশান্তের মৃত্যুর। মৃত্যু তদন্তের চার্জশিটও আজ পর্যন্ত জমা দেয়নি সিবিআই। তদন্ত নিয়ে মেলেনি কোনও সদুত্তোর। এর মাঝেই সুশান্ত ভক্তদের মুখে হাসি ফোটালো এই সংবাদ। আবারও রুপোলি পর্দায় জীবন্ত হয়ে উঠবেন প্রয়াত অভিনেতা।

২০১৬ সালে মুক্তি পেয়েছিল ভারতের প্রাক্তন ক্রিকেট তারকা মহেন্দ্র সিংহ ধোনির জীবনীচিত্র ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন সুশান্ত। গত ৫ জুলাই মুক্তি পেয়েছে সিনেমাটি। ৫ জুলাই থেকে ১১ জুলাই প্রেক্ষাগৃহে এই ছবি দেখা যাবে। আগামী ৭ জুলাই ধোনির জন্মদিন। প্রাক্তন ক্রিকেট তারকার ৪৩তম জন্মদিন উপলক্ষেই এই ছবির নির্মাতারা ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ফের মুক্তির সিদ্ধান্ত নিয়েছে।

কিছুদিন আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ী হয়েছে ভারত। ক্রিকেট তারকা রোহিত শর্মার নেতৃত্বে তৃতীয় বার জয়লাভ করেছে ভারত। দ্বিতীয় বার ভারতের জয়ের সময়ে অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। তার বায়োপিকেও সেই বিষয়টি তুলে ধরা হয়। সেই স্মৃতিচারণ করতেই মানুষ যে হলে সিনেমাটি দেখতে ভিড় করবেন তা আশা করাই যায়।

২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল সুশান্তের দেহ। মুম্বই পুলিশ জানিয়েছিল, আত্মঘাতী হয়েছেন অভিনেতা। যদিও তাঁর মৃত্যু নিয়ে জলঘোলা হয়েছে বিস্তর। সুশান্তকে শেষ দেখা গিয়েছিল ‘দিল বেচারা’ নামে একটি ছবিতে। এই ছবিটি মুক্তি পায় তাঁর মৃত্যুর পরে।

Related Articles