‘লাপাতা লেডিজ’-এর স্পেশাল স্ক্রিনিং, সাফল্যের মাপকাঠিতে আরও এক ধাপ কিরণ রাও
Special screening of 'Lapata Ladies', another step towards success Kiran Rao

The Truth Of Bengal: দেশের এক শ্রেণীর নাগরিকদের জন্য ‘লাপাতা লেডিজ’ চলচিত্রের বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের জন্য এই স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছে। আজ বিকেল ৪:১৫ থেকে সন্ধ্যে ৬:২০ পর্যন্ত দেখানো হবে কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিজ’। এই ব্যবস্থা , বিশেষ স্ক্রিনিং ‘লাপাতা লেডিজ’-এর মুকুটে নয়া পালক বলা চলে। এদিনের স্ক্রিনিংয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং অন্যান্য বিচারপতিদের উপস্থিত থাকার কথা। এমনকি তাঁদের পরিবারের সদস্যরাও থাকতে পারবেন এই বিশেষ স্ক্রিনিংয়ে।
কেন এই স্পেশাল স্ক্রিনিং?
আচমকা সুপ্রিম কোর্টে কেন এই ধরনের স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে দেশবাসীর মনে। আসলে সুপ্রিম কোর্টে চলা Gender Sensitization Program-এর একটি অংশ হিসেবে দেখানো হবে এই ছবিটি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় মনে করছেন, এই ধরনের অ্যাক্টিভিটি হতে থাকলে, শীর্ষ আদালতের সমস্ত কর্মীদের একঘেয়েমি ঘুঁচবে,অপরদিকে নতুন নতুন বার্তাও পাওয়া যাবে। এদিনের স্ক্রিনিংয়ে থাকবেন আমির খান এবং কিরণ রাও। সিনেমা প্রদর্শনীর পরে একটি প্রশ্নোত্তর পর্বেরও আয়োজন করা হয়েছে বলে খবর।
কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিজ’ আগেই মন কেড়েছে দর্শকদের। সমাজে সমস্ত লিঙ্গের সমঅধিকারের কথা বলে এই ছবি। গ্রামের একটি সাধারণ বিয়েকে কেন্দ্র করে গল্পের শুরু। দীর্ঘ পথ অতিক্রম করে শ্বশুর বাড়ি যাওয়ার পথে বদলে যায় দুই নববধূ। এরপরেই মেয়েদের শিক্ষা, তাঁদের রোজগার করার প্রয়োজনীয়া, নিজেদের জন্য বাঁচার চেষ্টা সবকিছুই তুলে ধরা হয় এই সিনেমায়। সিনেমার সারল্য এবং ছবির মধ্যে থাকা শিক্ষার জন্য ব্যাপক সাফল্য পায় ছবিটি।
প্রসঙ্গত,কিরণ রাও এর প্রথম ছবি ‘ধোবি ঘাট’ মুক্তি পায় ২০১০ সালে। সেই সময় তেমন সাফল্যের চূড়ায় পৌঁছায়নি ছবিটি। তারপর কেটে যায় চোদ্দো বছর। ফের ২০২৪ -এ কিরণ রাও-এর হাত ধরে আসে এক সাধারণ প্রেমের ছবি ‘লাপাতা লেডিজ’। যা বক্স অফিস কাঁপাতে না পারলেও ওটিটি প্লাটফর্ম নেটফ্লিকসে ব্যাপক সাফল্য অর্জন করে। ছবির গানগুলিও মন ছুঁয়ে যায় দর্শকদের।