বিনোদন

মাত্র ৪৪ বছর বয়সে দক্ষিণী অভিনেতা অভিনয়ের অকাল মৃত্যু, ইন্ডাস্ট্রি শোকস্তব্ধ

এই কঠিন সময়ে দক্ষিণী সুপারস্টার ধনুষও ৫ লক্ষ টাকা অর্থ সহায়তা করেছিলেন।

মাত্র ৪৪ বছর বয়সে চিরবিদায় নিলেন দক্ষিণী অভিনেতা অভিনয়। ১০ নভেম্বর ভোর ৪টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে গুরুতর লিভারের অসুখে ভুগছিলেন অভিনেতা, যার চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাহায্য চাওয়ার আবেদন করেছিলেন। এই কঠিন সময়ে দক্ষিণী সুপারস্টার ধনুষও ৫ লক্ষ টাকা অর্থ সহায়তা করেছিলেন।

অভিনয়ের শুরু ২০০২ সালে, পরিচালক কস্তুরী রাজার ‘থুলুওয়াধো ইলামাঈ’ ছবিতে সুপারস্টার ধনুষ ও শেরিনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি। পরবর্তীতে ‘জংশন’ (২০০২) এবং ‘পন মেঘলাই’ (২০০৫)সহ অন্যান্য ছবিতে গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া তিনি বিজ্ঞাপন এবং তামিল ছবির ডাবিং কাজেও অংশগ্রহণ করেছেন।

চিকিৎসার পাশাপাশি আর্থিক সমস্যার কারণে কিছুদিন আগে একটি ভাইরাল ভিডিওতে তাকে বলতে শোনা গিয়েছিল, “জানি না আর কত দিন বাঁচব।” অভিনেতা শেষকৃত্যের সময় পরিবারের কেউ উপস্থিত না থাকায় চেন্নাইয়ের শিল্পী সংগঠন ‘নদিগার সঙ্গম’ দায়িত্ব নিয়েছে। তাঁর অকাল মৃত্যুতে দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রি শোকস্তব্ধ।