৪০ বছর বয়সে দ্বিতীয়বার মা হতে চলেছেন সোনম কাপুর, জানালেন সুখবর
ভক্তদের কয়েক মাস অপেক্ষায় রাখার পর, বৃহস্পতিবার ইনস্টাগ্রামে সোনম কাপুর একটি ইউনিক স্টাইলে তাঁর দ্বিতীয় গর্ভাবস্থার ঘোষণা করেন।
Truth Of Bengal: দীর্ঘদিন ধরে জল্পনা চলার পর অবশেষে নিজেই সুখবরটি ঘোষণা করলেন অভিনেত্রী সোনম কাপুর। ৪০ বছর বয়সে মা হতে চলেছেন অনিল কাপুরের কন্যা। সোশ্যাল মিডিয়ায় নিজের অনন্য স্টাইলে এই আনন্দঘন খবর ভক্তদের সঙ্গে ভাগ করেছেন তিনি।
ভক্তদের কয়েক মাস অপেক্ষায় রাখার পর, বৃহস্পতিবার ইনস্টাগ্রামে সোনম কাপুর একটি ইউনিক স্টাইলে তাঁর দ্বিতীয় গর্ভাবস্থার ঘোষণা করেন। তিনি প্রয়াত রাজকুমারী ডায়ানা-র মতো গোলাপি রঙের পোশাক পরে বেবি বাম্পের কিছু ছবি শেয়ার করেছেন। পোস্টে কেবল একটি শব্দ লিখেছেন—“মা” (Mother), যা তাঁর এই বিশেষ অনুভূতির নিখুঁত প্রকাশ।
২০১৮ সালে আনন্দ আর সোনম একসাথে জীবন শুরু করেছিলেন। ২০২২ সালে তাদের জীবনে আসে ছেলে বায়ু। আপাতত ছোট্ট বায়ুই তাঁর কাছে সবকিছু। দীর্ঘদিন লাইট, ক্যামেরা, অ্যাকশন থেকে দূরে থাকলেও এবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের সঙ্গে খুশির এই খবর শেয়ার করলেন অভিনেত্রী।


