বিনোদন

ভারতের গর্ব শ্রেয়া ঘোষাল

Shreya Ghoshal

The Truth of Bengal: ৬৯ তম জাতীয় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সেরা গায়িকার সম্মান পেলেন শ্রেয়া ঘোষাল। শুধু সেরা নয়, পেলেন সেরার সেরা সম্মান। দীর্ঘ তের বছর পর, তামিল ছবি ইররাভিন নিজহল এর মায়াভা ছায়াভা গানের জন্য, সেরা মহিলা সংগীতশিল্পী হিসেবে জাতীয় পুরস্কারে ভূষিত হলেন শ্রেয়া ঘোষাল। সেরা গায়িকা হিসেবে তাকে নির্বাচন করে জুড়ি বোর্ড। এই ঘোষণাটার পর সোশ্যাল মিডিয়াতে শুভেচ্ছা আর বন্যা বয়ে যায় শ্রেয়া ঘোষালের জন্য স্বাভাবিকভাবেই শ্রেয়ার অনুরাগীরা খুবই খুশি শুধু বাংলা নয় ভারতের গর্ব শ্রেয়া ঘোষাল রাখে না গানের জন্য পেয়েছেন একাধিক পুরস্কার।

এই নিয়ে মোট পাঁচবার জাতীয় পুরস্কার জয় করলেন শ্রেয়া, ৬৯ তম জাতীয় পুরস্কার পাওয়ার কথা জানার পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন কর্তৃপক্ষকে। তিনি লিখেছেন ঈশ্বর বড়ই দয়ালু আমাকে এই রত্নটি দেওয়ার জন্য সংগীত পরিচালক এ আর রহমান স্যারকে ধন্যবাদ জানাই। ‘ইররাভিন নিজলে’ আমাকে ফের একবার জাতীয় মঞ্চের সেরাদের তালিকায় পৌঁছে দিল। গানের জন্য এবছরের শেষেই রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেবেন শ্রেয়া ঘোষাল। ছবির পরিচালক আর পার্থিবন  শ্রেয়া ঘোষাল এবং এ আর রহমানকে অভিনন্দন জানিয়েছেন। সারা বিশ্বের চলচ্চিত্র উৎসবে বহু পুরস্কার জিতে দিয়েছে এই তামিল ছবিটি এবার আরও একটি পালক যুক্ত হল তাই পরিচালক জানিয়েছেন জাতীয় পুরস্কারের অপেক্ষায় ছিলাম সেই পালকটিও যুক্ত হল এই ছবির সাথে।

কেরিয়ারের  শুরু থেকে এ পর্যন্ত পাঁচবার জাতীয় পুরষ্কার নিজের ঝুলিয়ে ভরে ফেললেন শ্রেয়া। সব থেকে বেশিবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা হিসেবে রেকর্ড করলেন শ্রেয়া। তিনি বাংলার গর্ব শুধু নন। ভারতেরও গর্ব। গানের জন্য পেয়েছেন একাধিক পুরস্কার। শুধু পুরস্কারই নয হৃদয় জয় করেছেন ভারতবাসীর হৃদয়। সেই ২০০০ সালের দেবদাস ছবির কথা মনে আছে নিশ্চয়ই আপনাদের প্রথমবার প্লেব্যাক সিঙ্গার হিসেবে তার যাত্রা শুরু হয় বলিউড দুনিয়াতে। ‘বৈরি পিয়া’ গান গাওয়ার কারণে প্রথমবার জাতীয় পুরস্কার পান। এরপর অসংখ্য ছবিতে গান গেয়েছেন পেহেলি ছবির ‘ধীরে জ্বলনা’ থেকে জব উই মেটে র’ ইয়ে ইশক হ্যায়” শ্রেয়াকে এনে  দিয়েছে জাতীয় পুরষ্কার। সম্মানীয় মুকুট যা বাংলার কাছে ওটা ভারতবাসীর কাছে গর্বের এবং অহংকারের।

Related Articles