অসুস্থ বর্ষীয়ান পরিচালক প্রভাত রায়, হাসপাতালে চলল ডায়ালিসিস
Senior director Prabhat Roy, who is sick, is undergoing dialysis in the hospital

The Truth Of Bengal: অসুস্থ বর্ষীয়ান পরিচালক প্রভাত রায়। দিন কয়েক আগে ঠান্ডা লেগে জ্বর আসে। এরপর শ্বাসকষ্টের সমস্যা শুরু হওয়ায় সরকারি হাসপাতালে ভর্তি করা হয় প্রভাত রায়কে। কিডনির সমস্যার ফলে আচমকাই রক্তে ক্রিয়েটিনিন বেড়ে যায়। বিগত ৬ দিন ধরে বাঙ্গুর হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরেই জ্বর, শ্বাসকষ্ট এবং বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান পরিচালক প্রভাত রায়। শুধু তাই নয় কিডনির সমস্যার ফলে আচমকাই রক্তে ক্রিয়েটিনিন বেড়ে যাওয়ায় বিগত ৬ দিন ধরে তাকে বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশ দেন। এরপর বুধবার রাতেই বেসরকারি হাসপাতালে প্রভাত রায়ের প্রথম ডায়ালিসিস হয়। আপাতত পরিচালক ভালো রয়েছেন। প্রবীণ পরিচালকের অসুস্থতার খবর সমাজ মাধ্যমে দিয়েছেন তাঁর আত্মজীবনীর সহলেখক তথা জনপ্রিয় প্রচার অঙ্কন শিল্পী একতা ভর্ট্টাচার্য।
নিঃসন্তান পরিচালকের কাছেও একতা মেয়ের মতোই। বাবা বলেও ডাকেন তাঁকে। নিঃসঙ্গ প্রভাতবাবুর অসুস্থতায় দেখভালের দায়িত্ব নিয়েছেন একতা।
FREE ACCESS