
The Truth of Bengal: সম্প্রতি মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত সিনেমা বহু প্রতীক্ষিত সিনেমা টাইগার ৩। মুক্তি পাওয়ার পর বক্স অফিসে রীতিমতো সাড়া ফেলেছে এই সিনেমা। রীতিমতো ঝড় তুলেছেন এই সিনেমার দুই মুখো চরিত্র সালমান খান এবং ক্যাটরিনা কাইফ। ছবি মুক্তির আগে বিতর্ক থেকে শুরু করে বক্স অফিসের সাফল্য সবটাই ছিল চর্চায়।
সমস্ত রকম ফাড়া কাটিয়ে প্রথম দিনেই ৪২ কোটির গণ্ডি পার করেছে এই সিনেমা। রিপোর্ট অনুযায়ী দ্বিতীয় দিনের ২৫ কোটি পার করেছে সালমান ক্যাটের এই ছবি। ২০১২ সালের প্রথম ছবি এক থা টাইগারের সিকোয়েন্স অনুযায়ী এসেছে তৃতীয় ছবি টাইগার ৩। যশরাজ ইউনিভার্স- এর অংশ হিসেবে সেক্ষেত্রে এটি পঞ্চম ছবি।
এরই মধ্যে এই ছবির গান এলো ইউটিউবে। ‘ruuan’ নামের এই গানে ফুটে উঠেছে সাইফ ক্যাটের রোমান্টিক মুহূর্ত। ভালোবাসা দেশের সাথেই দেখানো হয়েছে বিরহের বেদনা। অরিজিৎ সিং এর গাওয়া প্রীতমের এই গান ইতিমধ্যেই মন জয় করেছে দর্শকদেরকে।
Free Access