বিনোদন

গুঞ্জন উড়িয়ে কাছাকাছি অভিষেক-ঐশ্বর্য, স্বামীর জন্মদিনে বিশেষ বার্তা বচ্চন পত্নীর

Rumors are rife that Abhishek-Aishwarya are close, Bachchan's wife has a special message for her husband on his birthday

Truth Of Bengal: অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই। বিগত দের বছর ধরে ঘুরছে তাদের বিচ্ছেদের গুঞ্জন। যা নিয়ে সমালোচনার শেষ নেই নেটিজেনদের। তবে তাদের বিবাহ বিচ্ছেদ শুধুই যে গুঞ্জন তার ইঙ্গিত মিলল আবারও। বুধবার গিয়েছে অভিষেক বচ্চনের জন্মদিন। আর স্বামীর জন্মদিনে প্রেমভরা বার্তা স্ত্রী ঐশ্বর্যর। ফলে আবারও স্পষ্ট হল তাঁরা একসঙ্গেই আছেন। এদিন সোশ্যাল মিডিয়ায় অভিষেক বচ্চনের একটি ছোট বেলার ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। সেই ছবি পোস্ট করে ক্যাপশনে ঐশ্বর্য লিখলেন, “শুভ জন্মদিন। সুস্থ থাকো। ভালোবাসা এবং আলোয় কাটুক। শুভেচ্ছা রইলো। ঈশ্বর তোমার মঙ্গল করুন।”

ঐশ্বর্যর তাঁর ইন্সটাগ্রাম হ্যান্ডেলে অভিষেকের একটি ছোটবেলার সাদাকালো ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, ছোট অভিষেক গাড়ির স্টিয়ারিং হাতে তাকিয়ে। আর স্বামীর জন্মদিনে স্ত্রী ঐশ্বর্যর এই শুভেচ্ছা বার্তা দেখে অনুরাগীরা মনে করছেন তাঁরা এখনো একসঙ্গেই আছেন। বিবাহ বিচ্ছেদের গুঞ্জন ভুয়ো। উল্লেখ্য, বিবাহ বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই বেশ কয়েকবার একসঙ্গে দেখা গিয়েছে অভিষেক-ঐশ্বর্যকে। মেয়ের জন্মদিনের পার্টিতে একছাদের তলায় দেখা গিয়েছিল তারকাদম্পতিকে।

এর পর এক অনুষ্ঠানেও মিষ্টি মুহূর্ত কাটাতে দেখা যায় জুনিয়র বচ্চন দম্পতিকে। আরাধ্য বচ্চনের স্কুলের বার্ষিক অনুষ্ঠানেও দম্পতিকে একফ্রেমে দেখা গিয়েছে। ঐশ্বর্যর ওড়না ঠিক করতে দেখা গিয়েছিল জুনিয়র বচ্চনকে। এখানেই শেষ নয় কিছুদিন আগেই একসঙ্গে ছুটি কাটিয়ে মুম্বই ফিরেছেন তারকা দম্পতি। অর্থাৎ বিগত কিছু সময়ে বারবার একসঙ্গে ঐশ্বর্য-অভিষেকের উপস্থিতি প্রমাণ করছে তারা এখনো একসঙ্গে আছেন। আর এবার অভিষেকের জন্মদিনে ঐশ্বর্যর শুভেচ্ছা জানানো আরও ফিকে করল তাদের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন।

Related Articles