বিশেষ ভাবে জন্মদিন পালন করলেন রুক্মিণী, সত্যবতীর জন্মদিনে কি সারপ্রাইজ ব্যোমকেশ দেবের
Rukmini celebrated her birthday in a special way, will Byomkesh give a surprise on Satyavati's birthday

The Truth Of Bengal : ‘চ্যাম্প’ দিয়ে শুরু হয়েছিল টলিউডে পথ চলা, এরপর আজকের ‘বুমেরাং’। টলিউডের অনেক সমীকরণই কার্যত একেবারে বদলে দিয়েছেন নায়িকা রুক্মিণী মৈত্র। বৃহস্পতিবার অভিনেত্রী তার জন্মদিনে পা দিলেন ৩৪ বছরে। এই বিশেষ দিনে সারাটা দিন কিভাবে কাটালেন অভিনেত্রী?
জন্মদিনের মতো একটি বিশেষ দিনে অভিনেত্রী পরিবারের সঙ্গে সময় কাটাতে চান। কিন্তু নিজের সদ্য মুক্তি প্রাপ্ত ‘বুমেরাং’ ছবির প্রচার নিয়ে বেজায় ব্যস্ত তিনি। তাই ৩৪ বছরে পদার্পণকে সেলিব্রেট করতে একটি মাল্টিপ্লেক্সে বিশেষভাবে সক্ষম শিশুদের সঙ্গে সময় কাটালেন অভিনেত্রী। বৃহস্পতিবার বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য ‘বুমেরাং’ দেখানোর আয়োজন করা হয়েছিল, আর সেখানে উপস্থিত ছিলেন নায়িকা নিজেই। সেখানে জন্মদিনের কেক কেটে ‘বুমেরাং’ দেখার পর শিশুদের প্রতিক্রিয়া কেমন ছিল তার একটি ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করলেন রুক্মিণী। ছবিটি শেয়ার করে অভিনেত্রী তার ক্যাপশনে লিখেছেন, ” It’s a BOOMERANG BIRTHDAY for Me! THANK YOU FOR THIS LOVE!!”
View this post on Instagram
কিন্তু সত্যবতীর জন্মদিনে কি সারপ্রাইজ দিলেন ব্যোমকেশ দেব? বৃহস্পতিবার সন্ধ্যায় দেব নিজের ইনস্টাগ্রামে বার্থডে গার্ল রুকমিনের সঙ্গে নিজের বিশ্ব ভ্রমণের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন।
View this post on Instagram
সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ” আমার জীবনকে রঙিন করে তোলার জন্য রুক্মিণীকে ধন্যবাদ। ভগবানের কাছে প্রার্থনা করি তুমি ভালো থেকো। তুমি আমার সবচেয়ে প্রিয় ভ্রমণসঙ্গী। তাই জীবনের প্রতিটি সময়, প্রতিটি ঘন্টা, প্রতিটি সেকেন্ড তোমার যেন আনন্দে কাটে।”