
The Truth of Bengal: গতবছরেই জানা গিয়েছিল, অজয় দেবগণের ব্লকবাস্টার ছবি ‘দৃশ্যম’ এবার আন্তর্জাতিক স্তরে দর্শকদের জন্যে তৈরি করা হবে। প্রথমে কোরিয়ান ভাষায় ছবিটির রিমেক করা হবে ঘোষণা করেছিলেন স্বয়ং ছবির প্রযোজক কুমার মঙ্গত পাঠক। কিন্তু , এবার শুধু কোরিয়ান নয়, হলিউডেও নাকি দৃশ্যমের রিমেক হবে। আর এই খবর প্রকাশ্যে আসতেই চটেছে অজয়ের ফ্যানমহল।
প্রসঙ্গত, দক্ষিণী ছবি দৃশ্যমের রিমেক করে তাক লাগিয়েছে বলিউড সুপারস্টার অজয় দেবগণ। শুধু তাই নয়, অজয় দেবগণ অভিনীত এই ছবিটির দুটি ভার্সনই দর্শকদের থেকে পেয়েছে অভূতপূর্ব ভালোবাসা এবং সাড়া। এবার জানা গেল সেই ছবিরই রিমেক বানাতে চলেছে হলিউডও। এই সাসপেন্স থ্রিলার ছবি হলিউডেও বানানো হবে সে তো ভালো কথা, কিন্তু সেটা নিয়ে আচমকা বলিউড ও দক্ষিণের বিতর্ক উসকে গেল নেটপাড়ায়।
দৃশ্যমের ব্যাপারে যখন রিমেক ঘোষণা করা হয় তখন জানানো হয় যে এটি অজয় দেবগণ অভিনীত দৃশ্যমের রিমেক। আর এতেই চটেছে দক্ষিণের সিনেপ্রেমীরা। কারণ তাদের মতে এটি আসলে মোহনলালের ছবি ,অজয়ের নয়। তিনি এবং জিতু জোসেফই প্রথম এই মাস্টারপিস বানান। পরে সেটা বলিউড রিমেক করে। অন্যদিকে অজয়ের ফ্যানমহল বলে অজয়ের ছবির প্রযোজক কুমার মঙ্গত বলেছিলেন যে আন্তর্জাতিক স্তরে এই ছবিটির রিমেক হবে। তাহলে সেটা কী করে মোহনলালের হয়। ফলে দৃশ্যমের হলিউড ভার্সান ঘোষণা হওয়ার সাথে সাথেই সাউথ বনাম বলিউড নয়া বিতর্কের জন্ম দিল তা বলা যেতেই পারে।