বিনোদন

আইনি জটিলতায় ‘দ্য ইন্দ্রাণী মুখোপাধ্যায় স্টোরি: বেরিড ট্রুথ’,বোম্বে আদালতের বিচারে স্থগিত সিরিজের মুক্তি

The Indrani Mukhopadhyay Story Release of series postponed by Bombay court

The Truth of Bengal: শিনা বোরা হত্যা কান্ডে অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের উপর তৈরি ডকু-সিরিজ ‘দ্য ইন্দ্রাণী মুখোপাধ্যায় স্টোরি: বেরিড ট্রুথ’ । শুক্রবার অর্থাত্ ২৩ ফেব্রুয়ারি এই সিরিজটি একটি জনপ্রিয় ওটিটিতে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু মুক্তির আগে সিরিজটি নিয়ে আপত্তি তুলেছিল সিবিআই। সম্প্রতি নিষেধাজ্ঞা চেয়ে আদালতের দ্বারস্থও হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এবার সেই মামলার ভিত্তিতেই বম্বে উচ্চ আদালতের তরফে ঐ ওটিটি প্ল্যাটফর্মকে নির্দেশ দেওয়া হল, মুক্তির আগে ‘দ্য ইন্দ্রাণী মুখোপাধ্যায় স্টোরি: বেরিড ট্রুথ’ দেখাতে হবে আদালত এবং সিবিআইকে।আদালতের এই নজিরবিহীন নির্দেশের পর ওটিটি প্ল্যাটফর্মের তরফে জানানো হয়েছে, যতদিন না আগামী শুনানি হচ্ছে, ততদিন রিলিজ করা হবে না ‘দ্য ইন্দ্রাণী মুখোপাধ্যায় স্টোরি’।

সিবিআইয়ের গোয়েন্দা আধিকারিক এবং আদালতের জন্য একটি বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে কোর্ট। যা খতিয়ে দেখবেন দুই বিচারক-রেবতী মোহিতে এবং মঞ্জুষ দেশপাণ্ডে। এরপর বম্বে উচ্চ আদালতে আগামি ২৯ ফেব্রুয়ারি আরেকটি শুনানি রয়েছে এই সিরিজটি নিয়ে। তাই সিরিজটি এখন আর রিলিজ হচ্ছে না বলে জানানো হয়েছে ওটিটির পক্ষ থেকে। ফলে মুক্তির আগেই যে আইনি বিপাকে ডকু-সিরিজ ‘দ্য ইন্দ্রাণী মুখোপাধ্যায় স্টোরি: বেরিড ট্রুথ’ তা বলাইবাহুল্য।

Related Articles