বলিউডে রশ্মিকা-কাজল এক ছবিতে! জোরকদমে চলছে ‘সিকন্দর’-এর শুটিং
Rashmika-Kajal in Bollywood in one film! The shooting of 'Sikander' is going on in full swing

Truth Of Bengal: জুন মাস থেকেই শুরু হয়েছে ভাইজানের নয়া ছবির শুটিং। এইমুহুর্তে ‘সিকন্দর’ নিয়ে ব্যস্ত ছবির কলাকুশলীরা। আগেই ঘোষণা করা হয়েছে, এই ছবিতে ভাইজানের বিপরীতে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দনাকে। তবে সম্প্রতি গুঞ্জন শুরু হয়েছে যে, এই ছবিতে রশ্মিকার পাশপাশি দেখা যাবে আর এক জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রীকে।
শোনা যাচ্ছে, ‘সিকন্দর’-এ যোগ দিয়েছেন অভিনেত্রী কাজল আগরওয়াল। এই খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মধ্যে দানা বেঁধেছে একাধিক প্রশ্ন। যে ছবিতে সলমনের বিপরীতে রশ্মিকা অভিনয় করছেন, সেখানে কাজল আগরওয়াল কোন চরিত্রে নিজেকে তুলে ধরবেন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মধ্যে।
ছবির পরিচালক এআর মুরুগাদস এবং প্রযোজক সাজিদ নাডিয়াডওয়ালা। জানা যাচ্ছে, মুম্বইয়ে সেট তৈরি করতেই খরচ হয়েছে ১৫ কোটি টাকা। মুম্বইয়ে শুটিং পর্ব শেষ হলেই পরবর্তী ডেস্টিনেশন হায়দরাবাদ।
ইতিমধ্যেই নির্মাতাদের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, আগামী বছর ঈদের দিন মুক্তি পাবে সলমনের ‘সিকন্দর’। জোরকদমে চলছে শুটিং। অ্যাকশনে ভরা এই সিনেমা দেখার জন্য জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। ছবির নাম ঘোষণার পর থেকেই অনুরাগীদের মধ্যেই দেখা যায় তুমুল উচ্ছ্বাস।