
Truth of Bengal: ‘রামায়ণ’, বলিউডের বহু প্রতীক্ষিত ছবির মধ্যে একটি। রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত ‘রামায়ণ’ ছবি নিয়ে উন্মাদনার শেষ নেই দর্শক মহলে। অবশেষে প্রায় এক বছরের অপেক্ষার পর ঘোষণা করা হল ‘রামায়ণ’ ছবির মুক্তির তারিখ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঘোষণা করলেন ছবির প্রযোজক নমিত মলহোত্রা। রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত ‘রামায়ণ’ মুক্তি পাবে দুই ভাগে। ২০২৬ সালের দীপাবলিতে প্রথম ভাগ এবং ২০২৭ সালের দীপাবলিতে দ্বিতীয় ভাগ।
প্রযোজক নমিত মলহোত্রা এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, ‘প্রায় এক দশকেরও বেশি সময় আগে, ৫০০০ বছরেরও বেশি সময় ধরে কোটি কোটি মানুষের হৃদয়ে রাজত্ব করা এই মহাকাব্যটিকে বড় পর্দায় আনার মহৎ অনুসন্ধান শুরু করেছি। আর আজ, আমি সেই স্বপ্নকে সুন্দরভাবে আকার নিতে দেখে শিহরিত, আমাদের গোটা দল একটা উদ্দেশ্য নিয়েই অক্লান্ত পরিশ্রম করে চলেছে: আমাদের ইতিহাস, আমাদের সত্য এবং আমাদের সংস্কৃতির সবচেয়ে খাঁটি, পবিত্র এবং দৃশ্যত অত্যাশ্চর্য সংস্করণ উপস্থাপন করতে – আমাদের ‘রামায়ণ’ পৃথিবীর মানুষের সামনে তুলে ধরতে।’তিনি আরও লেখেন, ‘গর্ব এবং শ্রদ্ধার সঙ্গে আমাদের সর্বশ্রেষ্ঠ মহাকাব্যকে জীবন্ত করার স্বপ্ন পূরণ করতে আমাদের সঙ্গে যোগ দিন… ২০২৬ সালের দীপাবলিতে প্রথম পর্ব এবং ২০২৭ সালের দীপাবলিতে দ্বিতীয় পর্ব। আমাদের সমগ্র ‘রামায়ণ’ পরিবারের পক্ষ থেকে।’
উল্লেখ্য, এই ম্যাগনাম ওপাস নিয়ে প্রথম থেকেই ছিল একাধিক জল্পনা। কিছুদিন আগেই ছবির সেটে থেকে শুটিং এর কিছু মুহূর্ত ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে রাম সীতার লুকে দেখা গিয়েছিল রণবীর কাপুর, সাই পল্লবীকে। সেই থেকেই এই ছবি নিয়ে উন্মাদনা আরও চড়তে থাকে। ‘রামায়ণ’ ছবিতে রাবণের চরিত্রে দেখা যেতে চলেছে দক্ষিণী তারকা যশকে। ছবিতে শুধু অভিনয় নয় সহ-প্রযোজকও যশ। রণবীর,পল্লবী,যশ ছাড়াও এই ছবিতে আরও কাদের দেখা যেতে চলেছে তা জানা যায়নি। তবে সবমিলিয়ে ‘রামায়ণ’ ছবি নিয়ে উন্মাদনার পারদ ক্রমশ চড়ছে।