বিনোদন

এলিগ্যান্ট লুকে মোহময়ী প্রিয়াঙ্কা

Priyanka Sarkar latest photoshoot

The Truth of Bengal: নতুন লুকিয়ে প্রিয়াঙ্কা সরকার আবার। বরাবরী তিনি মিষ্টি মেয়ে বলেই দর্শকদের কাছে পরিচিত। মিষ্টি হলেও তাঁর চেহারার মধ্যে অবশ্যই একটা আলাদা আকর্ষণীয় বিষয় আছে। “চিরদিনই তুমি যে আমার” ছবির সেই প্রিয়াঙ্কা আজ অনেকটাই পরিণত। বদলে ফেলেছেন নিজের লুক। বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া নতুন নতুন লোকের ছবি পোস্ট করে দুনিয়ায় ঝড় তোলেন প্রিয়াঙ্কা ব্যক্তিগত জীবনের চর্চা তো আছেই সেই সঙ্গে আছে একের পর এক ছবিতে কাজ করার অভিজ্ঞতা।

দুঃখ অভিনেত্রী হিসেবে বাঙালি দর্শককে বরাবরই মুগ্ধ করেছেন প্রিয়াঙ্কা সরকার। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ সক্রিয়। সম্প্রতি INSTAGRAM এ হ্যান্ডেলে বেশ কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। আর সেই সব ছবি পোস্ট করে রীতিমতো আলোড়ন তুলেছেন তিনি। প্রিয়াঙ্কার লেটেস্ট লুকে মুগ্ধ তার অনুরাগীরা। কখনোও এলিগেন্ট লুক, কখনও বোল্ড লুক, কখনোও বা একেবারে দেশী লুক। সবরকম লুকিং তিনি অসাধারণ ব্যক্তিত্বময় তবে সম্প্রতি যে ফটোশুট করেছেন ধরা পড়েছে যেখানে আরও মোহময় হয়ে উঠেছেন দক্ষ অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by Priyanka Sarkar (@priyankasarkarz)

নেটওয়ার্ক নাগরিকরা প্রিয়াঙ্কার নতুন লুকিয়ে রীতিমতো উচ্ছসিত হৃদয়ের ইমোজিতে ছয়লাব করে দিয়েছেন পোষ্টের কমেন্ট বক্সে। কিছুদিন আগেই অঙ্কুশের সঙ্গে জুটি বেঁধে করেছিলেন ছবি বিবাহ অভিযান যা বেশ সাড়া ফেলেছিল দর্শক মহলে বিবাহ অভিযানের পর এর একসঙ্গে অঙ্কুশ প্রিয়াঙ্কা কে দেখা যাবে বড় পর্দায়। আসতে চলেছে তারকা জুটির নতুন ছবি কুরবান। প্রথমলুকেই বাজিমাত। এথনিক ড্রেসের পাশাপাশি পাশ্চাত্য পোশাকে সম্মান আমি সেই লাগছে প্রিয়াঙ্কাকে। তার ফ্যাশন সেন্সে তৈরি হয়েছে নিত্য নতুন স্টাইলিস্ট স্টেটমেন্ট। যা অনেক সময় তাবড় তাবড় ফ্যাশেনিয়াস্তেদের রাতের ঘুম কেড়ে নিয়েছে।

Related Articles