বিনোদন

নববর্ষের প্রাক্কালে নতুন সম্পর্কে পিঙ্কি, কার সঙ্গে প্রেম করছেন কাঞ্চনের প্রাক্তন ?

Pinky in new relationship on New Year's Eve, who is Kanchan's ex dating?

The Truth Of Bengal :  নববর্ষের প্রাক্কালে নতুন প্রেমের সঞ্চার হল কাঞ্চনের প্রাক্তনী পিঙ্কির জীবনে। শুক্রবার সমাজ মাধ্যমে কন্যার এক স্ট্যাটাস দেখে হৈচৈ পড়ে গেছে নেট দুনিয়ায়। তবে পিঙ্কির স্ট্যাটাস আপডেট হলেও পরে তা গায়েব হয়ে পড়ে। খবরের সূত্র অনুযায়ী, এক আইপিএস অফিসারের প্রেমে হাবুডুবু খাচ্ছেন অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে শুক্রবার একটি পোস্টে দেখা যায়, আশিষ ঘোষ নামক এক আইপিএস অফিসারের সঙ্গে এখন রিলেশনে জড়িয়েছেন পিঙ্কি।

যদিও প্রেমের সম্পর্ক প্রকাশ্যে এলেও এই বিষয় নিয়ে মুখ খোলেন নি টলিউড অভিনেত্রী। যদিও এরপর শনিবার সেই পোস্ট গায়েব হয়ে যায় অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পেজ থেকে। যদিও সেই বিষয়েও এখনো পর্যন্ত কিছু জানা যায় নি। তবে কাঞ্চন মল্লিকের প্রাক্তন স্ত্রীর নতুন সম্পর্কের সূচনায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন পিঙ্কি ঘনিষ্ঠরা।

Related Articles