
Truth Of Bengal: সলমন খানকে একাধিক বার নানা হুমকি দেওয়া হয়েছে। এবার সেই হুমকির জন্য গ্রেফতার হল একজন। খুনের হুমকির অভিযোগে কর্ণাটক থেকে গ্রেফতার এক ঝালাইকর্মী। ঝালাইকর্মীর নাম বিখারাম বিষ্ণোই।
অভিযুক্ত বিখারাম রাজস্থানের বাসিন্দা। কর্মসূত্রে কর্ণাটকে থাকেন বিখারাম। কর্ণটকের থেকেই গ্রেফতার করা হয়েছে ওই অভিযুক্ত ঝালাইকর্মীকে।