বিনোদন

Neha Sharma: অনলাইন বেটিং অ্যাপের প্রচার করাই কাল! অভিনেত্রী নেহা শর্মাকে তলব ইডির

অভিনেত্রী এবং কংগ্রেস নেতা অজিত শর্মার কন্যা নেহা শর্মার বয়ান রেকর্ড করেছে ইডি।

Truth of Bengal: অনলাইন বেটিং অ্যাপ সংক্রান্ত আর্থিক তছরুপের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর সমনে সাড়া দিয়ে মঙ্গলবার তাদের অফিসে হাজিরা দিয়েছেন বলিউড অভিনেত্রী নেহা শর্মা। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, অভিনেত্রী এবং কংগ্রেস নেতা অজিত শর্মার কন্যা নেহা শর্মার বয়ান রেকর্ড করেছে ইডি। যদিও এই বিষয়ে অভিনেত্রী নিজে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি।

ইডি সূত্রে জানা যাচ্ছে, নেহা শর্মা সংশ্লিষ্ট বেটিং অ্যাপটির বিজ্ঞাপনমূলক প্রচারের জন্য চুক্তিবদ্ধ ছিলেন। এই প্রচারের জন্য তাঁকে কীভাবে পারিশ্রমিক দেওয়া হতো, তা খতিয়ে দেখা হচ্ছে। ইডি আরও জানিয়েছে, এই অ্যাপটি বিশ্বজুড়ে চললেও ভারতে এটি সম্পূর্ণ নিষিদ্ধ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভারতে বিভিন্ন ধরনের প্রচার চালিয়ে এই অ্যাপটি গ্রাহক টানত।তদন্তকারীদের ধারণা, এই অ্যাপের প্রচারের জন্য যে অর্থ প্রদান করা হতো, তা এসেছে অবৈধ উৎস থেকে। ফলে এই অর্থ বিদেশে বিভিন্ন স্তরে লেনদেনের মাধ্যমে আসত বলেও মনে করা হচ্ছে।

উল্লেখ্য, অনলাইন বেটিং অ্যাপের বিজ্ঞাপনের কারণে ইডি-র সমন পাওয়া তারকাদের তালিকায় নেহা শর্মা নতুন সংযোজন। এর আগেও একই ঘটনায় বলিউড তারকা উর্বশি রাউতেলা, সোনু সুদ, টলিউডের মিমি চক্রবর্তী ও অঙ্কুশ হাজরা সহ ক্রিকেট জগতের যুবরাজ সিং, শিখর ধাওয়ান এবং সুরেশ রায়নার মতো জনপ্রিয় ব্যক্তিত্বদেরও সমন পাঠানো হয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হলেন নেহা শর্মা।

Related Articles