Mrunal Controversy: বিপাশার পর অনুষ্কাকে নিয়ে নাম না করে কটাক্ষ ম্রুণালের! কী বললেন অভিনেত্রী?
নাম না করে বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাকে কটাক্ষ ম্রুণালের। আর এই মন্তব্য ভাইরাল হতেই কটাক্ষের ঝড় উঠেছে নেট দুনিয়ায়।
Truth of Bengal: বিতর্ক যেন পিছু ছাড়ছে না অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের। কিছুদিন আগেই বিপাশা বসুকে নিয়ে করা মন্তব্য নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন ম্রুণাল। যদিও সেই মন্তব্য ছিল বহু পুরোনো। তবে ফের একবার আলটপটা মন্তব্য করলেন অভিনেত্রী। নাম না করে বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাকে কটাক্ষ ম্রুণালের। আর এই মন্তব্য ভাইরাল হতেই কটাক্ষের ঝড় উঠেছে নেট দুনিয়ায়। ম্রুণালের এই ধরনের মন্তব্যের নিন্দা করছেন সকলেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল সেই সিনেমাগুলি সম্পর্কে যেগুলি তিনি প্রত্যাখ্যান করেছিলেন এবং সুপারহিট হয়েছিল (Mrunal Controversy)।
আরও পড়ুনঃ এখনই রেহাই নয়, ফের নিম্নচাপের ভ্রুকুটি, সতর্কতা জারি হাওয়া অফিসের
এই প্রসঙ্গে ম্রুণাল বলেন, ‘অনেক সিনেমা রয়েছে’। এরপর ম্রুণালকে এই বিষয়ে আরও জিজ্ঞাসা করা হলে তিনি ইতস্তত করে জবাব দেন, ‘এটি সুপারহিট ছিল এবং এতে কাজ করা অভিনেত্রীকেও উচ্চতায় পৌঁছতে সহায়তাও করেছিল। তখন আমার মনে হয়েছিল, ওই সময় যদি ওই ছবিটা করতাম, তাহলে নিজেকে হারিয়ে ফেলতাম। সেই অভিনেত্রী এখন কাজ করছেন না, তবে আমি যদি এটা করতাম, তাহলে নিজের কাছেই হেরে যেতাম। কারণ আমি এক মুহূর্তের সন্তুষ্টি বা দ্রুত স্বীকৃতি বা খ্যাতি চাই না, কারণ আপনি এভাবে যা কিছু পাবেন তা সঙ্গে সঙ্গে হারিয়েও যাবে।’ আর অভিনেত্রীর এই মন্তব্য সামনে আসার পরই নেটিজেনদের একাংশ মনে করছেন ম্রুনাল নাম না করে অনুষ্কা শর্মাকেই কটাক্ষ করেছেন 9Mrunal Controversy)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
উল্লেখ্য, সলমন খানের ‘সুলতান ‘ ছবির জন্যে ম্রুনাল ঠাকুরকে ভাবা হয়েছিল। আর এই সূত্রেই অনেকেই মনে করছেন ম্রুনাল অনুষ্কা শর্মাকেই কটাক্ষ করেছেন। কারণ বিয়ের পর থেকেই আর ছবি করতে দেখা যায় না অনুষ্কাকে। ২০১৮ পর থেকে আর সেভাবে অনুষ্কাকে দেখা যায়নি। এক প্রকার বলিউড থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন অভিনেত্রী। বর্তমানে স্বামী বিরাট কোহলি দুই সন্তানকে নিয়ে চুটিয়ে সংসার করছেন বলিউড সুন্দরী (Mrunal Controversy)।






