
The Truth of Bengal: টলিপাড়ার অন্যতম নায়িকা মিমি চক্রবর্তী। নিজের স্টাইল স্টেটমেন্টের জন্য বরাবর শিরোনামে থাকেন মিমি। আর তিনি যা পোষ্ট করেন তা নিয়ে মুচমুচে খবরের অভাব হয় না। সোশ্যাল মিডিয়ায় নিত্য নতুন ছবি শেয়ার করেন তিনি। ইন্ডিয়ান হোক কিংবা ওয়েস্টার্ন সবেতেই নজর কাড়েন নায়িকা। শুটিং এর মাঝে সময় পেলেই ছবি তুলতে ছাড়েননা। এবার রবি বাসরীয় দিনে ছুটির মুডে ছবি পোষ্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। সাদা নীল শাড়ি সঙ্গে স্লিভলেস ব্লাউজে হট মুডে ধরা দিলেন মিমি। সঙ্গে হালকা সাদা গহনা।
এলোচুলে টলিউডের প্রথম সারির অভিনেত্রী ছড়াচ্ছেন উষ্ণতা। তবে সাদা যে অভিনেত্রীর পছন্দের রং তা যেন বিলক্ষণ জানেন দর্শকেরা। কোনো ছবিতে মুখে আলতো ভাবে হাত দিয়েছেন সঙ্গে আবার কোনো ছবি মাথার দিকে। প্রকৃতির মাঝে দাড়িয়ে বৃষ্টি ভেজা রবিবারকে একেবারে অন্যরকম করে তুলেছেন টলি সুন্দরী।
অভিনেত্রীর আনমনা এই ছবিতে লাইক কমেন্টের বন্যা বয়ে গেছে। শাড়িতে অভিনেত্রী কে যে বেশ মানায় তা জানেন অভিনেত্রী। অভিনেত্রীর একের পর এক কাজ মন ছুঁয়ে গেছে দর্শকদের। দর্শকেরা বোঝে না সে বোঝেনা, প্রলয়, গল্প হলেও সত্যি, যোদ্ধা, শুধু তোমারি জন্য-র মতো অসংখ্য ছবি উপহার পেয়েছেন। মডেল হিসেবে যাত্রা শুরু। ২০১২ সালে বড় পর্দায় ডেবিউ করেন অভিনেত্রী ।