অর্জুনের জন্মদিনে দেখা মেলেনি মালাইকার, ব্রেকআপই সত্যি?
Malaika Arora’s absence in Arjun Kapoor’s birthday party clears the speculation of their break up

The Truth of Bengal: বলিউড সুপাস্টার অর্জুন কাপুর ২৬ জুন পা রাখলেন ৩৯ বছরে। মঙ্গলবার মধ্যরাতে জুহুর বাড়িতেই বসে অর্জুনের জন্মদিন উদ্যাপনের আসর। পরিবারের সদস্য ছাড়াও বি-টাউনের বহু তারকা উপস্থিত ছিলেন সেখানে।চুটিয়ে পার্টি করলেন সকলে। কিন্তু এত কিছুর মধ্যে মালাইকা অরোরাকে দেখা যায়নি বলেই খবর। আর তাতেই দুজনের বিচ্ছেদের জল্পনায় নতুন করে সিলমোহর পড়ল। দুই তারকার তিক্ততা কি তাহলে চরমে? যদিও এই নিয়ে নিজেরা এখনও মুখ খোলেননি। দীর্ঘ পাঁচ বছর সম্পর্কে ছিলেন মালাইকা-অর্জুন।
সম্পর্ক কেন ভাঙল, তা-ও স্পষ্ট নয়। জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন জাহ্নবী কপূর, শানায়া কপূর, মোহিত মারওয়া, সঞ্জয় কপূর, বরুণ ধওয়ান, নাতাশা দলাল, আদিত্য রায় কপূর-সহ আরও অনেকে। সম্প্রতিএক প্রতিবেদনে বলা হয়, তাদের ‘সম্পর্ক শেষ হয়ে’ গিয়েছে। এবং তাঁরা ‘সম্মানজনকভাবে’ আলাদা হয়েছেন।যদিও এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন মালাইকার ম্যানেজার।
মালাইকার ম্যানেজার সম্প্রতি ইন্ডিয়া টুডের সঙ্গে কথা বলার সময় এই গুজবে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। এই দম্পতির বিচ্ছেদ হয়েছে কি না জানতে চাইলে জবাব এসেছিল, ‘না না সব গুজব’।উল্লেখ্য, ২০১৮ সাল থেকে প্রেম মালাইকা ও অর্জুনের। বয়সের ফারাকের জন্য ট্রোলিং এর শিকার হয়েছেন তাঁরা একাধিকবার। কিন্তু সেই সবে কখনই কান দেননি তাঁরা। হঠাৎ কেন ভাঙল ধরল সেই সম্পর্কে, তা নিয়ে এখনও জল্পনা করছেন তাঁদের অনুরাগীরা।