অনলাইন শোয়ের উপর নজরদারি চালান উচিত জানালেন কঙ্গনা! কিন্তু কেন?
Kangana said that online shows should be monitored

Truth Of Bengal : খুব শীঘ্রই কঙ্গনা রানাওয়াত দর্শকদের উপহার দিতে চলেছে তাঁর অভিনীত ছবি এমারজেন্সি। এই ছবিতে বলিউড অভিনেত্রী কঙ্গনাকে ভারতের প্রাক্তন তথা প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। আর নিজের সেই ছবির প্রচারের ফাঁকেই অনলাইন কন্টেন্ট এবং OTT মাধ্যম নিয়ে কথা বলতে দেখা গেল অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে নিয়ে। আর সেখানেই তিনি জানালেন, এই বিষয়ে সেন্সরশিপ প্রয়োজনের কারণ সম্পর্কে।
ঠিক কী জানালেন কঙ্গনা?
অভিনেত্রী এক সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘আজকাল কন্টেন্ট ভীষণ উগ্র এবং নৃশংস হয়ে যাচ্ছে। বিশেষ করে মানুষ যেখানে যখন ইচ্ছে কানে হেডফোন দিয়ে সেসব দেখতে পারছে। এর মহিলাদের বাড়ছে মহিলাদের অবজেক্টিফিকেশন করার প্রবণতা। অনলাইন শোয়ের উপর নজরদারি চালানো উচিত। এমনকি ইউটিউবের কন্টেন্টের উপরেও। অনেক দেশেই ইতিমধ্যেই এটা চালু করে দিয়েছে, আর তাঁরা ভারতের থেকে অনেক ভালো আছে। ভারতে এখন যে ধরনের ঘটনা ঘটছে সেটা ভয় পাওয়ার মতোই।’
এমারজেন্সি ছবি প্রসঙ্গে
এই ছবিতে কঙ্গনা রানাওয়াতকে তো অভিনয় করতে দেখা যাবেই। তবে তাঁর সাথে আরও বেশ কয়েকজন দক্ষ অভিনেতা – অভিনেত্রীকে অভিনয় করতে দেখা যাবে। কঙ্গনা রানাওয়াত অভিনীত এমারজেন্সি ছবিতে অভিনেত্রী ছাড়াও অনুপম খের, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান, শ্রেয়স তালপাড়ে, প্রমুখ অভিনেতা – অভিনেত্রীকে অভিনয় করতে দেখা যাবে। এছাড়াও থাকবেন প্রয়াত অভিনেতা সতীশ কৌশিকও। কঙ্গনা রানাওয়াত অভিনীত এমারজেন্সি ছবিটিতে জি স্টুডিওজ এবং মণিকর্নিকা ফিল্মস প্রযোজনা করেছে। এই ছবিটির মাধ্যমে ভারতের অন্যতম অশান্ত সময়কে তুলে ধরা হয়েছে। এমারজেন্সি ছবিটি ৬ সেপ্টেম্বর মুক্তি পাবে।