বিনোদন

ক্ষতির মুখে ‘দ্য লেডি কিলার’, বাজেট ৪৫ কোটি আর আয় মাত্র ১ লাখ

In the face of loss, 'The Lady Killer', the budget is 45 crores and the income is only 1 lakh

Truth Of Bengal: বলিউডের ফ্লপ হওয়া ছবির সংখ্যা কম নয়। আর সেই তালিকায় এবার নাম জুড়লো ‘দ্য লেডি কিলার’। ২০২৩ সালের নভেম্বরেব মুক্তি পায় ছবিটি। ছবিটি আয়ের হিসেবে ৪৫ কোটি টাকায় তৈরি হয়েছিল কিন্তু মুক্তি পেতেই আয় হয় মাত্র ১ লাখ। তবে সবচেয়ে বড় কথা হল প্রেক্ষাগৃহে  ছবিটি মুক্তি পেতেই OTT প্ল্যাটফর্মে নয়, সরাসরি YouTube-এ বিনামূল্যে দেখার জন্য মুক্তি পায়। তবে ‘দ্য লেডি কিলার’ ছবিটি ফ্লপ হওয়ার নেপথ্যে একাধিক কারণ রয়েছে। অর্জুন কাপুর এবং ভূমি পেডনেকার অভিনীত এই ছবিটি প্রমোশন ছাড়াই মুক্তি পেয়েছে।

ট্রেলার প্রকাশের কয়েকদিন পর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও দর্শকেরা ছবিটি একদম পছন্দ করেননি। যার নির্মাতারা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। একটি রিপোর্ট অনুসারে জানা যাচ্ছে, উত্তরাখণ্ডে অবিরত বৃষ্টির কারণে চলচ্চিত্র নির্মাতারা ‘দ্য লেডি কিলার’-এর আউটডোর শিডিউলের শুটিং করেননি। একটি সাক্ষাৎকারে এই ছবির পরিচালক অজয় ​​বাহল জানান, ‘দ্য লেডি কিলার’-এর অর্ধ-সমাপ্ত মুক্তি পেয়েছিল। যার কারণেই নাকি ‘দ্য লেডি কিলার’ লাভের মুখ দেখতে পাইনি। আসতে চলেছে বলিউড অভিনেতা অর্জুন কাপুর অভিনীত ছবি ‘সিংহম এগেইন’ । এখন ছবিটি নিয়ে অর্জুন কাপুর বেশ ব্যস্ত।ছবিটিতে অর্জুনকে ভিলেনের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।

Related Articles