বিনোদন

নতুন জুটিতে সুরেলা প্রেমকথা, জুটি বেঁধে কারা আসছেন ছবিতে ?

Harmonious romance in the new pair, who is coming in the film as a pair?

The Truth Of Bengal : বলিউডের নতুন ছবি এক করি প্রেমকথা, টয়লেট এক প্রেম কথার পর প্রযোজক শ্রী নারায়ণ সিং এবার নিয়ে আসতে চলেছেন ফের একটি সোশ্যাল স্যাটায়ার। তবে, এই ছবিতে নেই বলিউডের খিলাড়িকুমার অক্ষয়। তবে অক্ষয়কুমার না থাকলে ছবির নায়ক কিন্তু, অক্ষয়ই। সেটা কীভাবে সম্ভব হল ? ব্যাপারটা একটু খোলসা করা যাক। বলিউড অভিনেতা অক্ষয় ওবেরয় রয়েছেন এই ছবির লিড রোলে।

এছাড়া এই ছবির হাত ধরে অনেকদিন পর একসঙ্গে দেখা যাবে রাজ বব্বর ও পুনম ধিঁলোকে। এবং এই ছবির হাত ধরে বলিউডে ডেবিউ করতে চলেছেন খানক বুধিয়ারাজা। অক্ষয় ওবেরয়ের বিপরীতে দেখা যাবে তাঁকে। কিছুদিন আগে প্রকাশ পেয়েছিল ছবির ট্রেলার। এবার সামনে এল এই সোশ্যাল স্যাটায়ারের প্রথম গান চাঁন্দ কি থালি। ছবিতে বলিউড অভিনেতা অক্ষয় ওবেরয় এবং নবাগতা খানক বুধিয়ারাজার অনস্ক্রিন রোম্যান্স কতটা জমে উঠল, তাই উঠে এল চাঁন্দ কি থালির প্রতিটা দৃশ্যে।

Related Articles