বিনোদন

পঞ্জি দুর্নীতি মামলায় বিপাকে গোবিন্দা!

Corruption Case against Govinda

The Truth of Bengal: পুলিশি জেরার মুখে পড়তে চলেছেন বলিউডের হিরো নম্বর ১। হাজার কোটি টাকার পঞ্জি কেলেঙ্কারি মামলায় জড়িত থাকার অভিযোগ অভিনেতা গোবিন্দারর বিরুদ্ধে।প্রসঙ্গত সোলার টেকনো অ্যালায়েন্স নামে এক সংস্থার সঙ্গে বিজ্ঞাপনী চুক্তিতে আবদ্ধ ছিলেন অভিনেতা গোবিন্দা। এই সংস্থার হয়ে বিজ্ঞাপনী ভিডিওয় অংশ নিয়েছিলেন গোবিন্দা।

সেই প্রেক্ষিতেই বলিউড অভিনেতার বিরুদ্ধে অভিযোগ, প্রতারক ওই সংস্থার কার্যকলাপ সমর্থন করছেন গোবিন্দা।জানা যায়, সোলার টেকনোঅ্যালায়েন্স ক্রিপ্টো কারেন্সি বিনিয়োগের মাধ্যমে দুর্নীতির জাল বিস্তার করেছে এই সংস্থা। এমনই অভিযোগ উঠেছে এই সংস্থার বিরুদ্ধে। আর সেই সংস্থার হয়ে কাজ করায় গোবিন্দাকে বিপাকে পড়তে হল। অভিযোগ প্রতারক সংস্থার কার্যকলাপ সমর্থন করছেন অভিনেতা।

সেই কারণেই অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্র মারধর জানা যাচ্ছে।তবে গোবিন্দা এই নিয়ে মুখ না খুললেও গোবিন্দার ম্যানেজার শশী সিনহা মুখ খুলেছেন।অভিনেতার ম্যানেজার সাফ জানালেন যে, “এই আর্থিক দুর্নীতি মামলার সঙ্গে গোবিন্দার কোনও সম্পর্ক নেই। তবে এই গোবিন্দার খবরে অভিনেতার ভক্তগন বেশ নিরাশ হয়েছেন।

Related Articles