বিনোদন
অবশেষে বিয়ে করলেন রূপাঞ্জনা ও রাতুল, কোথায় হল এই বিয়ের অনুষ্ঠান?

The Truth Of Bengal: টলিপাড়ায় ফের বিয়ের বাজনা বাজল।শুক্রবারের সন্ধ্যায় বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র, পাত্র রাতুল মুখোপাধ্যায়। নিউটাউনের এক পাঁচতারা হোটেলে বিয়ে হল পরিচালক রাতুল ও অভিনেত্রী রূপাঞ্জনা। হিন্দু রীতি মেনেই বিয়ে সম্পন্ন হল এই বিয়ে। গত বছর ২৩ ফেব্রুয়ারি মিরিকের ডন বস্কো চার্চে আংটি বদল সেরেছিলেন তাঁরা। আর এবার চারহাত এক হল পরিচালক রাতুল ও অভিনেত্রী রূপাঞ্জনার।