বিনোদন

প্রয়াত হলেন “এসো মা লক্ষ্মী ” গানের গীতিকার মিল্টু ঘোষ

"Eso Maa Lakshmi" lyricist Miltu Ghosh passed away

The Truth Of Bengal : সঙ্গীত জগতে আবারও শোকের ছায়া । প্রয়াত হলেন “এসো মা লক্ষ্মী” গানের গীতকার মিল্টু ঘোষ । বহুদিন ধরেই বার্ধক্য জনিত সমস্যায় ভুগছিলেন তিনি । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৯০ বছর । পরিবার সূত্রে জানা যায় নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।

” এই সময় লক্ষ্মী বসো ঘরে ” গানটির প্রচলন রয়েছে ঘরে ঘরে । কোজাগরী লক্ষী পুজোর দিন এই গানটি প্রতিটি বাঙালির ঘরে ঘরে বাজে । আর এই গানের কথা ও সুর আজও প্রতিটি বাঙালির মনে ছুয়ে যায়।

গত বছরই এই এসো মা লক্ষী গানটি ৫০ বছরে পূর্ণ করেছে । পুরনো দিনের গান হলেও নতুন প্রজন্মের কাছে তাঁর এই গান এখন সমান ভাবেই জনপ্রিয় হয়ে আছে । তবে এবার থামল সেই গানের কলম। গীতিকার পাড়ি দিলেন সুরালোকে।

Free Access