বিনোদন

খুনের আগেই খুনি খোঁজা! হিল্লি-দিল্লি ঘুরে একেন এবার জঙ্গলে

Eken New series

The Truth of Bengal: খুনের আগেই খুনি খোঁজা? এ আবার সম্ভব নাকি? আসলে একেন্দ্র সেন ওরফে একেন বাবুর কাছে ত সবটাই সম্ভব। একেন বাবু ফ্রাঞ্চাইজির নতুন সিজন আসছে হইচই-তে৷যার নাম ‘টুংকুলুং-এ একেন’। এবারও সিরিজটি পরিচালনার দায়িত্বে রয়েছেন জয়দীপ মুখোপাধ্যায়৷ সুজন দাশগুপ্তর লেখা খুনের আগে খুনি খোঁজা’ গল্প অবলম্বনে চিত্রনাট্য সাজিয়েছেন পদ্মনাভ দাশগুপ্ত৷ ছুঁদে গোয়েন্দা একেন বাবু, তার দুই সঙ্গী বাপ্পাদিত্য ও প্রমোথকে নিয়ে রহস্য সমাধান করবে।

বাপ্পাদিত্য ও প্রমোথ চরিত্রে অভিনয় করবেন সুহত্র মুখোপাধ্যায় ও সোমক ঘোষ৷ এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে টলিপাড়ার অন্যান্য চেনা মুখদের।এবারের সিজনে যুক্ত হচ্ছেন অভিনেতা সত্যম ভট্টাচার্য। এছাড়াও রয়েছেন দেবরাজ ভট্টাচার্য, বোধিসত্ত্ব মজুমদার, সাহানা সেন, দোয়েল রায় নন্দীর মতো অভিনেতারা৷

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে ‘ব্যোমকেশ’,’ফেলুদা’ -র পাশাপাশি আর এক গোয়েন্দা বাঙালির মনে যথেষ্ট জায়গা করে নিয়েছেন। তিনি হলেন একেন্দ্র সেন ওরফে একেন বাবু৷ এই চরিত্র অবলম্বনে তৈরি হয়েছে একাধিক ওয়েব সিরিজ৷ ওটিটি -র পর বড় পর্দাতেও অভিনেতা অনির্বাণ চক্রবর্তী একেবারে সুপারহিট৷ ওটিটি হোক কিংবা সেলুলয়েড, সব মাধ্যমেই দারুণ সফল একেন বাবুর গল্প। নতুন সেটিং, নতুন অ্যাডভেঞ্চারে এবং নতুন রহস্য সমাধানের পদ্ধতি দর্শকদের কতটা পছন্দ হয় এবার, তা সময়ই বলবে।

Free Access

Related Articles