বিনোদন
Trending

এসএসকেএমের কার্ডিওলজি বিভাগে ভর্তি নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র, কেমন আছেন তিনি?

Drama personality Manoj Mitra admitted to cardiology department of SSKM, how is he?

The Truth Of Bengal: হাসপাতালে ভর্তি কিংবদন্তি অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র। সোমবার তাঁকে এসএসকেএমের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়েছে।

সূত্রের খবর, চিকিৎসক গৌতম দত্তর তত্ত্বাবধানে রয়েছেন এই বর্ষীয়ান অভিনেতা। জানা যায়, পেসমেকার বসানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচারের পর সুস্থই রয়েছেন তিনি।

চলতি বছর মোটেও ভালো কাটছে না বিনোদন জগতে। কখনো অসুস্থ হয়ে পড়েছেন মিঠুন চক্রবর্তী আবার কখনো বাংলা ছবির অন্যতম দাপুটে অভিনেতা মনোজ মিত্র। তবে মনোজ মিত্র যে শুধু সিনেমাতে অভিনয় করেছেন তা নয় সিরিয়াল, শর্টফিল্ম থেকে নাটকের মঞ্চ সবেতেই তুমুল জনপ্রিয় ছিল তাঁর অভিনয়। কলমের জোরও রয়েছে তাঁর। আপাতত সিনে পর্দা থেকে দূরে সরে ৮৫ বছর বয়সেও সমান তালে লেখা লেখি করে যাচ্ছেন তিনি। তাঁর অভিনীত ‘বাঞ্ছারামের বাগান’, ‘আদর্শ হিন্দু হোটেল’ আজও মন্ত্রমুগ্ধ হয়ে শোনে দর্শকমহল।

FREE ACCESS

Related Articles