লন্ডনে অনুষ্ঠান বাতিল ডোনার, কি জানালেন নৃত্যশিল্পী
Donor canceled the show in London, what the dancer said

Truth Of Bengal : লন্ডনে নাচের অনুষ্ঠান বাতিল ডোনা গাঙ্গুলির। মহালয়ার পর থেকেই লন্ডনে বেশ কয়েকটি অনুষ্ঠান রয়েছে ডোনার। তবে ইতিমধ্যেই লন্ডনের একটি পুজো কমিটি ডোনা গাঙ্গুলির নাচের প্রোগ্রাম বাতিল করেছে। ৫ অক্টোবর হওয়ার কথা ছিল এই অনুষ্ঠান। মূলত আরজি কর কান্ড নিয়ে প্রত্যেকই এই মুহূর্তে মনমরা। কার্যত, পুজো কমিটির সদস্যদের আবেগের কথা মাথায় রেখে কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়। অনুষ্ঠান বাতিলের বিষয়টি সামাজিক মাধ্যমে ঘোষণা করা হয়েছে পুজো কমিটির তরফে।
এই বিষয়ে ডোনা গাঙ্গুলি জানান, “সমস্ত মানুষের প্রতিবাদের ধরন এক রকম নয়। যাঁরা শিল্পী, তাঁরা তো তাঁদের শিল্পের মাধ্যমেই প্রতিবাদ করবেন। হতে পারে নাচে কিংবা আবৃত্তিতে, বা ছবি এঁকে। আমিও আমার নাচের মাধ্যমেই প্রতিবাদে থাকতে চাই”। সর্বত্রই সুবিচারের দাবিতে শক্তি আরাধনায় প্রতিবাদ ও প্রার্থনাকেই সঙ্গী করতে চাইছেন তিনি। লন্ডনে কোনও অনুষ্ঠানেই শুধুমাত্র বিনোদনমূলক পরিবেশনা করতে চাইছেন না বলেও জানান নৃত্যশিল্পী।
দেশজুড়ে আরজিকান্ডের প্রতিবাদ চলছে। এই দুর্গাপুজোর চার দিন এমন কিছু অনুষ্ঠান করতে চান, যাঁর মধ্যে রয়েছে প্রতিবাদ কিংবা প্রার্থনা। তিনি জানান, “অনুষ্ঠানসূচি থেকে রবীন্দ্রনাথের ‘শাপমোচন’ বাদ দিয়ে সংযোজিত করা হয়েছে ‘তাসের দেশ’, যা সমাজবদলের ইঙ্গিতবাহী। এরই পাশাপাশি থাকবে ‘মহিষাসুরমর্দিনী’ যেখানে মূল সুর দুষ্টের দমন আর শিষ্টের পালন এবং দেবীর কাছে শান্তি প্রার্থনা। তিনি আরো জানান, এই ভাবনা শুধু তাঁর একার নয়। লন্ডনের পুজো উদ্যোক্তাদেরও একই ভাবনা। ‘দীক্ষামঞ্জরী’র সঙ্গে লন্ডনের প্রবাসী বাঙালিরাও শামিল হবেন এই ভাবনায়। তবে, একটি আয়োজক সংস্থা অনুষ্ঠান বাতিল করার কথা জানিয়েছে, আমরা সম্মত হয়েছি।”